Sharad Pawar: রাষ্ট্রপতি পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার, ট্যুইট করে জানালেন সে কথা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Sharad Pawar: বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলির স্ট্র্যাটেজি বৈঠক শেষে ঘোষিত হয়নি কোনও নির্দিষ্ট নাম। তবে নাম কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
#নয়াদিল্লি: রাষ্ট্রপতি পদের লড়াইয়ে তিনি নেই। বিরোধীদের মুখ হতে চাইছেন না তিনি, দিল্লিতে বিজেপি বিরোধী দলের বৈঠকের পর সাংবাদিকদের সামনে এ কথা জানিয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এ বার সেই কথাই স্পষ্ট করে লিখে ট্যুইট করলেন তিনি। ট্যুইটারে শরদ লিখলেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধী নেতাদের আমার নাম প্রস্তাব করার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। দিল্লির মিটিংয়ে তাঁরা আমার নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু আমি বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়েছি, সে কথা আমি জানালাম।
বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলির স্ট্র্যাটেজি বৈঠক শেষে ঘোষিত হয়নি কোনও নির্দিষ্ট নাম। তবে নাম কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। বৈঠকের শেষে কংগ্রেস নেতা সুধীন্দ্র কুলকার্নি বলেন, দলগুলি ঐক্যমতে পৌঁছে একজন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরে ওই সাংবাদিক বৈঠক থেকেই মমতা বলেন, শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি পদে লড়াই করার আবেদন সর্বসন্মতিক্রমে জানিয়েছিল বিরোধীদলগুলি। কিন্তু তিনি রাজি হননি। তাই নতুন নাম ভাবতে হচ্ছে। শরদ পাওয়ারও বলেন, কয়েকটি দল মিটিংয়ে উপস্থিত হয়নি, নানারকম কারণ হয়ত ছিল। আগামী কয়েকদিনের মধ্যে সেই দলগুলির সঙ্গে কথা বলে প্রার্থীর নাম চূড়ান্ত করে দেওয়া হবে।
advertisement
advertisement
I sincerely appreciate the leaders of opposition parties for suggesting my name as a candidate for the election of the President of India, at the meeting held in Delhi. However I like to state that I have humbly declined the proposal of my candidature. pic.twitter.com/j9lTFFJMUX
— Sharad Pawar (@PawarSpeaks) June 15, 2022
advertisement
মঙ্গলবার দিল্লিতে পৌঁছন মমতা। বুধবারের বৈঠকের আহ্ববান তিনি আগেই করেছিলেন। মঙ্গলবার দিল্লিতে পৌঁছেই শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন তিনি। সন্ধ্যা নাগাদ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়ে দেন, শরদ রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চান না। এনসিপির অন্দর থেকেও সেই রবই তৈরি হয়। শরদের সরে দাঁড়ানোর বিষয়টি স্পষ্ট হতেই নতুন নাম নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। মঙ্গলবার এক বার উচ্চারিত হয় গুলামনবি আজাদের নামও। কিন্তু সূত্রের খবর, বিরোধীদের একটা বড় অংশ গোপালকৃষ্ণ গান্ধির নামকেও সমর্থন করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2022 7:16 PM IST

