হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, পরিযায়ী শিশুদের ছবি পোস্ট করলেন শাবানা আজমি
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
কে জানে এই শিশু দু’টির বাড়ি কোথায়, কে জানে তারা কোথায় যেতে চায়, কোথায় তাদের বাবা-মা...তারা আদৌও আছেন তো?
#মুম্বই: সারা দেশের যেন আজ চোখে জল । সংবাদ মাধ্যমের পর্দা আর সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে ভেসে ওঠা রক্তক্ষয়ী ছবিগুলো দেখে যেন ভেঙেচুরে যাচ্ছে হৃদয় । কাঁচের টুকরোর মতো ভেঙে খান খান হয়ে যাচ্ছে । গোটা দেশ জুড়ে আজ শুধু পরিযায়ী শ্রমিকদের হাহাকারের চিত্র আমাদের চোখের সামনে জ্বলছে ।
কেউ হারিয়েছেন প্রিয়জনকে, কেউ রাস্তার মধ্যেই জন্ম দিয়েছেন সন্তানের, কেউ চাপা পড়েছেন চলন্ত চাকার তলায়, কারও শিশু আবার ঘুমিয়ে পড়েছে সুটকেসের উপর । দেশ জুড়ে চলছে লকডাউন । করোনা সংক্রমণ ঠেকাতে এই পথই বেছে নিয়েছে রাষ্ট্র । কিন্তু ভূখা পেট জানে না ভাইরাসের মারণ ক্ষমতা, জানে না সংক্রমণ কী, জানে না সামাজিক দূরত্ব বা কোয়ারেন্টাইনের ব্যখ্যা । হাতে দু’টো পয়সা, পেটে চারটি দানা-পানি আর ঘরের ফেরার ব্যাকুলতা নিয়ে ছুটে চলেছে তাঁরা ।
advertisement
পরিযায়ী শ্রমিকদের এমন দূর্দাশার চিত্র দেখে ব্যথিত শাবানা আজমিও । সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করলেন দুই অসহায় পরিযায়ী শিশুর ছবি । বড় দাদা তাঁর অনুজকে দুই বাহুর বন্ধনে শক্ত করে ধরে রয়েছে । আর শিশুটিও এক পরম নিশ্চিন্ততায় আঁকড়ে ধরেছে তাঁর আগ্রজকে । কে জানে এই শিশু দু’টির বাড়ি কোথায়, কে জানে তারা কোথায় যেতে চায়, কোথায় তাদের বাবা-মা...তারা আদৌও আছেন তো? অজানা এই ভয় এখন প্রবাহিত হয়ে গিয়েছে সমস্ত দেশবাসীর মনেই ।
advertisement
advertisement
Heartbreaking.... pic.twitter.com/eemHAaxNil
— Azmi Shabana (@AzmiShabana) May 19, 2020
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2020 10:17 PM IST