অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জমজমাট ‘থিম সং’ উপহার দিতে চলেছেন শান-সুনিধি-বাবুল সুপ্রিয়রা
Last Updated:
তৈরি বিশ্বকাপের থিম সং-ও ৷ যে গানটি গেয়েছেন দেশের জনপ্রিয় তিন গায়ক - বাবুল সুপ্রিয়, সুনিধি চৌহান এবং শান ৷
#মুম্বই: অনূর্ধ্ব-১৭ হলেও ভারতের মাটিতে প্রথমবারের জন্য ফিফা বিশ্বকাপের আসর বসতে চলেছে ৷ টুর্নামেন্টকে ঘিরে প্রস্তুতি এখন শেষ পর্যায় আয়োজক ছয় শহরের ৷ ট্রফি ট্যুর আরম্ভ হতেই টিকিট বিক্রির হারও অনেকাংশেই বেড়ে গিয়েছে ৷ এবার তৈরি বিশ্বকাপের থিম সং-ও ৷ যে গানটি গেয়েছেন দেশের জনপ্রিয় তিন গায়ক - বাবুল সুপ্রিয়, সুনিধি চৌহান এবং শান ৷
ট্যুইটারে নিজেদের রেকর্ডিংয়ের ছবি পোস্টও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ গানটির কম্পোজার জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী ৷ ট্যুইট করেছেন শানও ৷ তবে তিনি নতুন সাসপেন্স তৈরি করেছেন ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘ আমার তরফে একটা সারপ্রাইজ রয়েছে ৷ যেটা জানা যাবে আগামী ২ সেপ্টেম্বর ৷ ’’
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু হচ্ছে ৬ অক্টোবর ৷ চলবে ২৮ অক্টোবর পর্যন্ত ৷ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণে ৷
advertisement
advertisement
I have a Surprise for You.. to be revealed on 2nd Sept. pic.twitter.com/RLT14pX412
— Shaan (@singer_shaan) August 30, 2017
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2017 11:48 AM IST