১৩১ ফুটের ফ্ল্যাগ পোস্ট এবার বরেলিতে
Last Updated:
উত্তর প্রদেশের বরেলি শহরে বানানো হতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম ফ্ল্যাগ পোস্ট ৷ শহরের পর্যটকদের জন্য এটি একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে ৷ পর্যটক এবং স্থানীয়দের কথা মাথায় রেখেই ১৩১ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ পোস্টটিকে মনুমেন্টের আকারে তৈরি করা হবে, বলে জানা গিয়েছে ৷
#বরেলি: উত্তর প্রদেশের বরেলি শহরে বানানো হতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম ফ্ল্যাগ পোস্ট ৷ শহরের পর্যটকদের জন্য এটি একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে ৷ পর্যটক এবং স্থানীয়দের কথা মাথায় রেখেই ১৩১ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ পোস্টটিকে মনুমেন্টের আকারে তৈরি করা হবে, বলে জানা গিয়েছে ৷
TOI-এর রিপোর্ট অনুযায়ী, দিল্লির কনট প্লেসের বিশাল পতাকার ধাঁচেই এই ফ্ল্যাগ পোস্টটি নির্মাণ করা হবে ৷ এই পোস্টটিতে উড়বে ৩২ ফুট লম্বা ভারতের জাতীয় পতাকা ৷ দ্বিতীয় বৃহত্তম এই ফ্ল্যাগ পোস্টটি বানাতে সহযোগিতা করবে ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ৷
শহরের মেয়র আইএস তোমার জানান, প্রাথমিক ভাবে এর জন্য ৫০ লক্ষ টাকা লাগবে ৷ গান্ধি ময়দানের পাশে একটি জমিতে এই পোস্টটি বানানো হবে বলে ঠিক করা হয়েছে ৷ ইতিমধ্যেই বরেলি উন্নয়ন কর্তৃপক্ষ পোস্টটির নির্মাণ কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন তোমার ৷ আগামী বছর প্রজাতন্ত্র দিবসেই এই ফ্ল্যাগ পোস্টটি উদ্বোধন করা হবে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2015 3:26 PM IST