#গুয়াহাটি: ফের ভেঙে পড়ল বায়ুসেনার চপার। মৃত্যু হল সাত বায়ুসেনা কর্মীর। আজ সকাল ছ'টায় অরুণাচলের তাওয়াঙে ভেঙে পড়ে এম-১৭ ভি ফাইভ। ঘটনাস্থল থেকে দশ কিলোমিটার দূরে ভারত-চিন সীমান্ত। ওই এলাকার আবহাওয়া খুব খারাপ ছিল।
কীভাবে ভেঙে পড়ল চপার? তদন্তের নির্দেশ বায়ুসেনার। MI-17 সেনা হেলিকপ্টার নিয়ে ভারত-রাশিয়ার মধ্যে চুক্তি হয়েছে। ৪৮টি রাশিয়ান MI-17 সেনা হেলিকপ্টার কিনবে ভারত। ইতিমধ্যেই কয়েকটি হেলিকপ্টার ভারতের হাতে তুলে দিয়েছে রাশিয়া।
এই কপ্টার সারা বিশ্বে সবচেয়ে আধুনিক পরিবহণ কপ্টার হিসেবে পরিচিত। ঘটনাস্থল থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Force, Air force chopper crash, Air Force personnel, Arunachal Pradesh