Union Budget 2017: ই-টিকিট কাটলে লাগবে না পরিষেবা কর !

Last Updated:

Union Budget 2017: ই-টিকিটে থাকছে না পরিষেবা কর !

#নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ ই আহমেদের মৃত্যুর জেরে বাজেট পেশ নিয়ে শুরু হয় জল্পনা ৷ আশঙ্কা দেখা দিয়ে বাজেট পেশ নিয়ে ৷ অবশেষে সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করেই আজই বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ তবে শুধু সাধারণ বাজেটই নয়, রেল বাজেটও পেশ করা হল একই দিনে ৷  দীর্ঘ ৯২ বছরের ঐতিহ্যের ইতি ঘটিয়ে এদিন মিশে গেল রেল ও সাধারণ বাজেট ৷ এই প্রথম রেল বাজেট রেলমন্ত্রীর বদলে পেশ করলেন কেন্দ্রের অর্থমন্ত্রী ৷ এদিনের বাজেটে রেলের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ যাত্রী সুরক্ষা ও রেল পরিচ্ছন্নতার পাশাপাশি ই-টিকিট নিয়ে উল্লেখযোগ্য ঘোষণা করেন জেটলি ৷
এদিন বাজেট পেশের সময় জেটলি জানান, ই-টিকিট কাটলে আর দিতে হবে না পরিষেবা কর ৷ ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের কথা মাথায় রেখে তিনি জানান অনলাইনে টিকিট কাটলে মিলবে বিশেষ ছাড়৷ IRCTC-র মাধ্যেমে টিকিট বুক করলে দিতে হবে না কোনও সার্ভিস চার্জ ৷
এখনও পর্যন্ত IRCTC-র মাধ্যেমে টিকিট কাটলে স্লিপার ক্লাসের জন্য ২০ টাকা সার্ভিস ট্যাক্স ও এসি-র জন্য ৪০ টাকা সার্ভিস ট্যাক্স দিতে হত যাত্রীদের ৷ তবে এখন থেকে আর দিতে হবে না কোনও পরিষেবা কর ৷ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেন আরও জনপ্রিয় করতে বিশেষ এই পদক্ষেপ নেওয়া হয়েছে  বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2017: ই-টিকিট কাটলে লাগবে না পরিষেবা কর !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement