Union Budget 2017: ই-টিকিট কাটলে লাগবে না পরিষেবা কর !

Last Updated:

Union Budget 2017: ই-টিকিটে থাকছে না পরিষেবা কর !

#নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ ই আহমেদের মৃত্যুর জেরে বাজেট পেশ নিয়ে শুরু হয় জল্পনা ৷ আশঙ্কা দেখা দিয়ে বাজেট পেশ নিয়ে ৷ অবশেষে সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করেই আজই বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ তবে শুধু সাধারণ বাজেটই নয়, রেল বাজেটও পেশ করা হল একই দিনে ৷  দীর্ঘ ৯২ বছরের ঐতিহ্যের ইতি ঘটিয়ে এদিন মিশে গেল রেল ও সাধারণ বাজেট ৷ এই প্রথম রেল বাজেট রেলমন্ত্রীর বদলে পেশ করলেন কেন্দ্রের অর্থমন্ত্রী ৷ এদিনের বাজেটে রেলের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ যাত্রী সুরক্ষা ও রেল পরিচ্ছন্নতার পাশাপাশি ই-টিকিট নিয়ে উল্লেখযোগ্য ঘোষণা করেন জেটলি ৷
এদিন বাজেট পেশের সময় জেটলি জানান, ই-টিকিট কাটলে আর দিতে হবে না পরিষেবা কর ৷ ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের কথা মাথায় রেখে তিনি জানান অনলাইনে টিকিট কাটলে মিলবে বিশেষ ছাড়৷ IRCTC-র মাধ্যেমে টিকিট বুক করলে দিতে হবে না কোনও সার্ভিস চার্জ ৷
এখনও পর্যন্ত IRCTC-র মাধ্যেমে টিকিট কাটলে স্লিপার ক্লাসের জন্য ২০ টাকা সার্ভিস ট্যাক্স ও এসি-র জন্য ৪০ টাকা সার্ভিস ট্যাক্স দিতে হত যাত্রীদের ৷ তবে এখন থেকে আর দিতে হবে না কোনও পরিষেবা কর ৷ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেন আরও জনপ্রিয় করতে বিশেষ এই পদক্ষেপ নেওয়া হয়েছে  বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2017: ই-টিকিট কাটলে লাগবে না পরিষেবা কর !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement