Covishield: রাজ্যগুলিতে কোভিশিল্ড এবার ৪০০ টাকায়, কেন্দ্র একটি ডোজ পাবে মাত্র ১৫০ টাকায়

Last Updated:

সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জানালো, সরকারি হাসপাতালে কোভিশিল্ডি ভ্যাকসিন মিলবে ৪০০ টাকায়। বেসরকারি হাসপাতালগুলিতে এই ভ্যাকসিন বিক্রি হবে ৭০০ টাকায়।

#নয়াদিল্লি: আগামী ১ মে থেকে ১৮ বছরের উপরেও যে কেউ করোনা ভ্যাকসিন (Corona Vaccine) নিতে পারবেন। আর তার ঠিক আগেই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) জানালো, সরকারি হাসপাতালে কোভিশিল্ডি (Covisheild) ভ্যাকসিন মিলবে ৪০০ টাকায়। বেসরকারি হাসপাতালগুলিতে এই ভ্যাকসিন বিক্রি হবে ৬০০ টাকায়।
যদিও কেন্দ্র আগের নির্ধারিত মূল্য অর্থাৎ ডোজ প্রতি ১৫০ টাকাতেই এই টিকা পাবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাসপাতালেই সবথেকে সস্তায় মিলবে এই টিকা। সিরাম ইনস্টিটিউটের দাবি, দাম বাড়লেও এই টিকা বিদেশের টিকার থেকে দামে অনেকটাই সস্তা। বিদেশে ডোজ প্রতি টিকার দাম ৭৫০ থেকে ১৫০০ টাকা বলে দাবি সিরাম ইনস্টিটিউটের।
কেন্দ্রের সিদ্ধান্ত অনুয়ায়ী, ৫০ শতাংশ টিকা থাকবে কেন্দ্রের জন্য। বাকি ৫০ শতাংশ ভাগ করে দেওয়া হবে রাজ্যগুলির হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে। তবে ১ মে থেকে ১৮ বছরের উপরে টিকাকরণ শুরু হলে প্রতিদিন ১২ লক্ষ অতিরিক্ত ডোজের প্রয়োজন পড়বে।
advertisement
advertisement
১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেও ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে টিকার ঘাটতি দেখা দিয়েছে। প্রসঙ্গত, গতকাল জাতির উদ্দেশ্য ভাষণ রাখার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বার বার কোভিড (Covid-19) ভ্যাকসিনের উপে জোর দিয়েছেন। তাঁর কথায়, "আমাদের বিজ্ঞানীরা দিন রাত এক করে খুব অল্প সময়ে ভ্যাকসিন তৈরি করেছে। বিশ্বেরর সবচেয়ে সস্তা ভ্যকসিন ভারতেই পাওয়া যায়। আমাদের করোনার সঙ্গে লড়াইয়ের অনুপ্রেরণা এটাই স্বাস্থ্যকর্মীরা ও বরিষ্ঠজনের ভ্যাকসিন পেয়ে গিয়েছেন।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covishield: রাজ্যগুলিতে কোভিশিল্ড এবার ৪০০ টাকায়, কেন্দ্র একটি ডোজ পাবে মাত্র ১৫০ টাকায়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement