আবেদন মঞ্জুর! ১৯ বছর পরে নেপালের জেল থেকে মুক্ত 'সিরিয়াল কিলার' চার্লস শোভরাজ
- Published by:Rachana Majumder
Last Updated:
১৯৯৭ সালে ভারত থেকে মুক্তি পেয়ে ফ্রান্সে গিয়েছিলেন শোভরাজ। এর পর নেপালে তাঁকে গ্রেফতার করা হয়।
সত্তর-আশির দশকে মহিলাদের ত্রাসের অন্য নাম ছিল চার্লস শোভরাজ৷ বিকিনি কিলার হোক বা স্প্লিটিং কিলার- তার নামে শিউরে উঠতেন মহিলারা৷ ১৯ বছর পরনেপালের জেল থেকে মুক্ত চার্লস শোভরাজ। বুধবার নেপালের সুপ্রিম কোর্ট এই অপরাধীকে মুক্ত করার নির্দেশ দেয়। আদালত মনে করছে, বয়সজনিত নানা সমস্যায় ভুগছেন শোভরাজ৷
ইল্যান্ড-সহ বিভিন্ন দেশে মহিলা পর্যটকদের মাদক খাইয়ে খুনের অভিযোগ রয়েছে শোভরাজের বিরুদ্ধে। শোনা যায়, অধিকাংশ মহিলার পরনে থাকত বিকিনি। এক সময়ে অন্ধকার জগতে রাজ করেছে শোভরাজ। একাধিক বার জেল থেকে পালানোর অভিযোগও উঠেছে শোভরাজের বিরুদ্ধে। তিহাড় থেকেও পালিয়েছিলেন তিনি। পরে গোয়ার এক রেস্তরাঁ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ভারতীয় বংশোদ্ভূত শোভরাজের বিরুদ্ধে প্রায় ২০ জন মহিলাকে খুনের অভিযোগ আছে। এর মধ্যে ১৪ জনই থাইল্যান্ডের।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 1:56 PM IST