NDTV ছাড়লেন বরখা দত্ত !

Last Updated:

কিছুমাস আগে টাইমস নাও ছেড়েছেন দেশের জনপ্রিয় সাংবাদিক অর্ণব গোস্বামী ৷ আর এবার এনডিটিভি থেকে ইস্তাফা দিলেন

#নয়াদিল্লি: কিছুমাস আগে টাইমস নাও ছেড়েছেন দেশের জনপ্রিয় সাংবাদিক অর্ণব গোস্বামী ৷ আর এবার এনডিটিভি থেকে ইস্তাফা দিলেন সাংবাদিক বরখা দত্ত ! বরখা এনডিটিভি-তে কনসাল্টিং এডিটর পদে নিযুক্ত ছিলেন ৷ এনডিটিভি থেকে বেরিয়ে নিজের প্রোজেক্ট শুরু করতে চান বরখা ৷
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রাক্তন সম্পাদক শেখর গুপ্তার সঙ্গে হাত মিলিয়ে নতুন প্রোজেক্ট ‘দ্য প্রিন্ট’-নামে এক ডিজিটাল মাধ্যম আনতে চলেছেন বরখা ৷ তবে এ ব্যাপারে বরখা এখনও তেমন কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি ৷
১৯৯৯ সালে কারগিল যুদ্ধে অসাধারণ কভারেজ করে সাংবাদিক হিসেবে নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বরখা ৷ পদ্মশ্রী সম্মানও পেয়েছিলেন তিনি৷ এছাড়াও, বহু আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছিলেন সাংবাদিক হিসেবে ৷
advertisement
advertisement
এনডিটিভি- ছাড়ার আগে বরখা ট্যুইট করে জানালেন, ‘দ্য পিপল শোয়ের লাস্ট এপিসোড শ্যুট করলাম ৷ ১৬ বছর আগে এই চ্যানেল আমি শুরু করেছিলাম৷ এই চ্যানেলে কাজ করার খাতিরে প্রচুর পুরস্কার জিতেছি ৷ সম্মান পেয়েছি ৷ আমি গর্বিত ৷ তবে এখানেই শেষ নয়, ২০১৭ সালে নতুন এক জগতে পা রাখতে চলেছি ৷ ’
advertisement
barkha
face bar
বাংলা খবর/ খবর/দেশ/
NDTV ছাড়লেন বরখা দত্ত !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement