NDTV ছাড়লেন বরখা দত্ত !
Last Updated:
কিছুমাস আগে টাইমস নাও ছেড়েছেন দেশের জনপ্রিয় সাংবাদিক অর্ণব গোস্বামী ৷ আর এবার এনডিটিভি থেকে ইস্তাফা দিলেন
#নয়াদিল্লি: কিছুমাস আগে টাইমস নাও ছেড়েছেন দেশের জনপ্রিয় সাংবাদিক অর্ণব গোস্বামী ৷ আর এবার এনডিটিভি থেকে ইস্তাফা দিলেন সাংবাদিক বরখা দত্ত ! বরখা এনডিটিভি-তে কনসাল্টিং এডিটর পদে নিযুক্ত ছিলেন ৷ এনডিটিভি থেকে বেরিয়ে নিজের প্রোজেক্ট শুরু করতে চান বরখা ৷
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রাক্তন সম্পাদক শেখর গুপ্তার সঙ্গে হাত মিলিয়ে নতুন প্রোজেক্ট ‘দ্য প্রিন্ট’-নামে এক ডিজিটাল মাধ্যম আনতে চলেছেন বরখা ৷ তবে এ ব্যাপারে বরখা এখনও তেমন কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি ৷
১৯৯৯ সালে কারগিল যুদ্ধে অসাধারণ কভারেজ করে সাংবাদিক হিসেবে নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বরখা ৷ পদ্মশ্রী সম্মানও পেয়েছিলেন তিনি৷ এছাড়াও, বহু আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছিলেন সাংবাদিক হিসেবে ৷
advertisement
advertisement
এনডিটিভি- ছাড়ার আগে বরখা ট্যুইট করে জানালেন, ‘দ্য পিপল শোয়ের লাস্ট এপিসোড শ্যুট করলাম ৷ ১৬ বছর আগে এই চ্যানেল আমি শুরু করেছিলাম৷ এই চ্যানেলে কাজ করার খাতিরে প্রচুর পুরস্কার জিতেছি ৷ সম্মান পেয়েছি ৷ আমি গর্বিত ৷ তবে এখানেই শেষ নয়, ২০১৭ সালে নতুন এক জগতে পা রাখতে চলেছি ৷ ’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2017 7:54 PM IST