আজই সিবিআই প্রধান নির্বাচনের চূড়ান্ত সম্ভাবনা, তালিকায় অন্যতম আকর্ষণ এক বাঙালির অন্তর্ভুক্তি
Last Updated:
#নয়াদিল্লি: নয়া সিবিআই অধিকর্তা নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সিলেকশন কমিটি । আজ সন্ধেয় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।
নয়া অধিকর্তার দৌড়ে রয়েছে ১২ জনের নাম । তালিকায় রয়েছেন বাঙালি অফিসার রীনা মিত্র । স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব পদে কর্মরতা তিনি । এছাড়াও তালিকায় রয়েছেন গুজরাটের ডিজি শিবানন্দ ঝা, সিআইএসএফ-এর ডিজি রাজেশ রঞ্জন । পাশাপাশি অধিকর্তার দৌড়ে রয়েছেন বিএসএফ ডিরেক্টর রজনীকান্ত মিশ্র, এনআইএ-র ডিজি ওয়াইসি মোদি মুম্বই-এর সিপি সুবোধ জয়সওয়াল ।
advertisement
দুর্নীতির অভিযোগে রাকেশ আস্থানা ও অলোক ভার্মাকে অপসারণ করার পর থেকেই সিবিআইয়ের নয়া অধিকর্তা নিয়োগ নিয়ে জল্পনা তুঙ্গে । দুই কর্তাকে তড়িঘড়ি অপসারণের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরাও ।
advertisement
Location :
First Published :
January 24, 2019 12:23 PM IST