লালুর ছেলে তেজপ্রতাপের বিয়ের অনুষ্ঠান শুরু, দেখুন ছবি

Last Updated:

বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদবের ৷ আর দু’দিন পরেই বিয়ে ৷ সেই মতো বুধবার থেকেই শুরু হয়ে গেল মেহন্দির অনুষ্ঠান ৷

#পাটনা: বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদবের ৷ আর দু’দিন পরেই বিয়ে ৷ সেই মতো বুধবার থেকেই শুরু হয়ে গেল মেহন্দির অনুষ্ঠান ৷
বিহারের বিধায়ক চন্দ্রিকা যাদবের মেয়ে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে আগামী শনিবার গাঁটছড়া বাঁধতে চলেছেন তেজ ৷ জানা গিয়েছে, পাটনার ভেটনারি কলেজ গ্রাউন্ডে বসবে বিয়ের আসর ৷ এ দিন মেহন্দির অনুষ্ঠানে হবু বর সেজেছিলেন সাদা কুর্তা-পঞ্জাবী আর হলুদ জহর কোটে ৷ অন্যদিকে কনের পরনে ছিল উজ্জ্বল সবুজ রঙের জারদৌসি কাজ করা শাড়ি ৷
advertisement
advertisement
গতকালই বড় ছেলে তেজপ্রসাদের বিয়ে উপলক্ষে পাঁচ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ৷ পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালু বর্তমানে রাঁচির রাজেন্দ্র ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি রয়েছেন। সবক’টি মামলায় মোট ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর ৷ ছেলের বিয়েতে হাজির থাকতে জেল সুপারের কাছে প্যারোলের আর্জি জানিয়েছিলেন লালু । সেই আবেদন মঞ্জুর করেছেন সুপার ৷
advertisement
মেহেন্দির সাজে হবু বর-কনে ৷ মেহেন্দির সাজে হবু বর-কনে ৷
গত ১৮ এপ্রিল পাটনার মৌর্য হোটেলে ঐশ্বর্যর সঙ্গে বাগদান হয়েছিল তেজপ্রতাপের ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি লালু ৷ এ বার কিছুটা হলেও সেই দুঃখ ঘুচল প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷
বাংলা খবর/ খবর/দেশ/
লালুর ছেলে তেজপ্রতাপের বিয়ের অনুষ্ঠান শুরু, দেখুন ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement