#শ্রীনগর: কয়েকমাস ধরেই অশান্ত ভূস্বর্গ ৷ রবিবার ফের উপত্যকায় সেনা ও সন্ত্রাসবাদীদের সংঘর্ষ ৷ গুলির লড়াইয়ে কমপক্ষে নিকেশ দুই জঙ্গি বলে খবর মিলেছে ৷ গোপন সূত্রে এলাকায় সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় যৌথবাহিনী ৷ এখনও এলাকায় সীমান্তরক্ষীরা তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে ৷
সম্প্রতি খবর মিলেছিল নিয়ন্ত্রণরেখার কাছেই অপেক্ষা করছে বিশাল সংখ্যক সন্ত্রাসবাদী ৷ যে কোনওভাবে ভারতে ঢুকে ক্ষতিই উদ্দেশ্য ৷ পুলওয়ামার চেয়েও বড় হামলার ষড়যন্ত্র করছে লস্কর-এ-তৈবা ৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নজরদারি আরও বাড়ায় নিরাপত্তারক্ষীরা ৷#UPDATE - One unidentified terrorist killed so far in the encounter at Rebban area of Sopore. Operation still underway: Jammu & Kashmir Police https://t.co/3csEkmjGFd
— ANI (@ANI) July 12, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Encounter, Terrorist, Terrorist Killed