হোম /খবর /দেশ /
ফের সোপোরে এনকাউন্টার, সেনার হাতে খতম সন্ত্রাসবাদী, চলছে যৌথ বাহিনীর অভিযান

ফের সোপোরে এনকাউন্টার, সেনার হাতে খতম সন্ত্রাসবাদী, চলছে যৌথ বাহিনীর অভিযান

গোপন সূত্রে এলাকায় সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় যৌথবাহিনী ৷

  • Last Updated :
  • Share this:

#শ্রীনগর: কয়েকমাস ধরেই অশান্ত ভূস্বর্গ ৷ রবিবার ফের উপত্যকায় সেনা ও সন্ত্রাসবাদীদের সংঘর্ষ ৷ গুলির লড়াইয়ে কমপক্ষে নিকেশ দুই জঙ্গি বলে খবর মিলেছে ৷ গোপন সূত্রে এলাকায় সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় যৌথবাহিনী ৷ এখনও এলাকায় সীমান্তরক্ষীরা তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে ৷

সম্প্রতি খবর মিলেছিল নিয়ন্ত্রণরেখার কাছেই অপেক্ষা করছে বিশাল সংখ্যক সন্ত্রাসবাদী ৷ যে কোনওভাবে ভারতে ঢুকে ক্ষতিই উদ্দেশ্য ৷ পুলওয়ামার চেয়েও বড় হামলার ষড়যন্ত্র করছে লস্কর-এ-তৈবা ৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নজরদারি আরও বাড়ায় নিরাপত্তারক্ষীরা  ৷এদিন সোপোরের রেব্বান এলাকায় জঙ্গিদের আত্মগোপনের খবর পেয়ে এদিন ভোররাতে ৪টে নাগাদ তল্লাশি অভিযান শুরু করে সেনা ৷ শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই ৷ শেষ অবধি সেনার হাতে খতম দুই জঙ্গি ৷ তাদের কোনও  পরিচয় এখনও মেলেনি ৷ গত কয়েক মাসে প্রায় ১২৪ জন সন্ত্রাসবাদীকে খতম করেছেন সেনা। এর মধ্যে শুধু উত্তর কাশ্মীরেই নিকেশ ৫০ জন ৷
Published by:Elina Datta
First published:

Tags: Encounter, Terrorist, Terrorist Killed