কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তারক্ষীদের হাতে গ্রেফতার এক হিজবুল জঙ্গি !

Last Updated:

ভারতীয় সেনার একনম্বর রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এদিন ওই জঙ্গিকে জীবিত অবস্থায় আটক করতে সফল হয় ৷

#অনন্তনাগ: কাশ্মীরে জঙ্গি-কার্যকলাপ অব্যাহত ৷ বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ থেকে এক জঙ্গিকে গ্রেফতার করে নিরাপত্তারক্ষীরা ৷ ভারতীয় সেনার একনম্বর রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এদিন ওই জঙ্গিকে জীবিত অবস্থায় আটক করতে সফল হয় ৷
ধৃত জঙ্গির নাম ইমরান দার এবং সে হিজবুল মুজাহিদিনের সদস্য বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ৷ জঙ্গির কাছ থেকে একটি পিস্তল ও আরও বেশ কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে ৷ ইমরান কাশ্মীরের কুলগাম জেলায় থাকত বলে সূত্রের খবর ৷ ধরা পড়ার সময় হিজবুল মুজাহিদিনের পোশাক পরেই পাওয়া গিয়েছে তাকে ৷ কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পর সম্প্রতি ইমরান হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷ বেশ কয়েকদিন ধরেই ইমরান অসুস্থ ৷ অনন্তনাগের মেডিক্যাল হাসপাতালে চিকিৎসার জন্যই যাচ্ছিল সে ৷ সে সময়েই তাকে গ্রেফতার করা হয় ৷
advertisement
কাশ্মীরে গত কয়েকদিন ধরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন জঙ্গি খতম হয়েছে ৷ এবার আরও এক জঙ্গিকে গ্রেফতার করতে সফল সেনা ও পুলিশ ৷
advertisement
Story Inputs- Peer Mudasir Ahmed
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তারক্ষীদের হাতে গ্রেফতার এক হিজবুল জঙ্গি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement