৫ জুন জগন্নাথের স্নানযাত্রা, ভিড় সামলাতে পুরীতে জারি হবে কার্ফু, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
প্রতি বছর এই দিনটায় পুরীতে তিল ধারণের জায়গা থাকে না । জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ১০৮টি সোনার কলসীতে জল এনে স্নান করানো হয় । এই দৃশ্য দেখতে দেশ-বিদেশ থেকে বহু ভক্তের সমাগম হয় নীলাচলে ।
#পুরী: করোনা আতঙ্কে বন্ধ হয়ে গিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ও প্রাচীনতম রথযাত্রা । ৬২৪ বছরের পুরনো শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ । পুরীর রথযাত্রাও বন্ধ হবে, কি হবে না এই নিয়ে ভক্তদের মনেও শঙ্কার মেঘ জমে উঠেছিল । শেষ পর্যন্ত জানানো হয়, পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রা বন্ধ না করলেও পূর্ণ্যার্থীদের মন্দিরে বা মন্দির সংলগ্ন এলাকায় প্রবেশ থাকবে সম্পূর্ণ নিষিদ্ধ ।
আগামিকাল পুরীর জগন্নাথের স্নানযাত্রা ।
প্রতি বছর এই দিনটায় পুরীতে তিল ধারণের জায়গা থাকে না । জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ১০৮টি সোনার কলসীতে জল এনে স্নান করানো হয় । এই দৃশ্য দেখতে দেশ-বিদেশ থেকে বহু ভক্তের সমাগম হয় নীলাচলে । কিন্তু এবার সেই স্নানযাত্রার দিন পুরীতে জারি হবে ১৪৪ ধারা । কার্ফু জারির সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষের । আগামী ৪ জুন রাত ১০টা-৬ জুন দুপুর ২টো পর্যন্ত চলবে কার্ফু । ভক্তদের ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের । মন্দিরে ভিড় না জমিয়ে টিভিতে স্নানযাত্রা দেখতে অনুরোধ জানাল পুরী প্রশাসন ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2020 6:25 PM IST