Lok Sabha Election 2024: দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস, তালিকায় তিন মুখ্যমন্ত্রীর ছেলে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Lok Sabha Election 2024 Congress Candidates 2nd List : গতকাল নয়াদিল্লিতে দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেস নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থীদের নাম গৃহীত হয়েছে।
নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪-এর জন্য কংগ্রেস তাদের দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় মোট ৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে অসম, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের প্রার্থীরা রয়েছেন। এই তালিকায় তিন মুখ্যমন্ত্রীর ছেলেদেরও টিকিট দেওয়া হয়েছে।
মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা আসন থেকে বর্তমান সাংসদ নকুল নাথকে ফের টিকিট দিয়েছে কংগ্রেস। গতকাল নয়াদিল্লিতে দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেস নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থীদের নাম গৃহীত হয়েছে।
এই ৪৩ জন প্রার্থীর মধ্যে ১৩ জন ওবিসি বিভাগের। যেখানে, ১০ জন প্রার্থী তফশিলি জাতির এবং ৯ জন প্রার্থী তফশিলি উপজাতি সম্প্রদায়ের। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, কংগ্রেস তাদের প্রথম তালিকা প্রকাশ করেছিল। এতে রাহুল গান্ধি, শশী থারুর-সহ ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। আজ প্রকাশিত দ্বিতীয় তালিকায়, ৪৩ জন প্রার্থীর মধ্যে ১০ জন রাজস্থানের।
advertisement
advertisement
Congress releases the second list of candidates for the upcoming Lok Sabha elections.
Congress MP Gaurav Gogoi to contest from Jorhat, Assam. Nakul Nath to contest from Madhya Pradesh’s Chhindwara. Rahul Kaswa to contest from Rajasthan’s Churu and Vaibhav Gehlot to contest from… pic.twitter.com/oms2aliTqF
— ANI (@ANI) March 12, 2024
advertisement
রাজস্থানের চুরু থেকে রাহুল কাসওয়াকে টিকিট দিয়েছে কংগ্রেস। একই ভাবে বিকানের থেকে গোবিন্দরাম মেঘওয়াল, ঝুনঝুনু থেকে ব্রজেন্দ্র ওলা, যোধপুর থেকে করণ সিং উচিয়ারাদা, জালোর-সিরোহি থেকে বৈভব গেহলট, আলওয়ার থেকে ললিত যাদব, টঙ্ক-সওয়াইধোপুর থেকে হরিশ চন্দ্র মীনা, ভরতপুর থেকে সঞ্জনা জাটব, আনোয়ারপুর থেকে চিহিল চন্দ্র মীনা। গুজরাতের আহমেদাবাদ থেকে টিকিট দেওয়া হয়েছে রোহন গুপ্তাকে। মধ্যপ্রদেশে টিকামগড় থেকে পঙ্কজ আহিরওয়ার, সিধি থেকে কমলেশ্বর প্যাটেল, ছিন্দওয়াড়া থেকে নকুলনাথ এবং দেওয়াস থেকে রাজেন্দ্র মালব্যকে টিকিট দেওয়া হয়েছে। একই লাইনে, কংগ্রেস তার দ্বিতীয় তালিকায় অসমের জোরহাট থেকে গৌরব গগৈকে টিকিট দিয়েছে।
advertisement
দ্বিতীয় তালিকায় তিন মুখ্যমন্ত্রীর ছেলেকে সুযোগ দিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুলনাথকে টিকিট দিয়েছে কংগ্রেস। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটকেও টিকিট দেওয়া হয়েছে। কংগ্রেস তার দ্বিতীয় তালিকায় ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈকেও অন্তর্ভুক্ত করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 7:04 PM IST