ISRO's First Solar Mission Aditya L1: প্রতিকূলতা পেরিয়ে শীর্ষে! এই কৃষককন্যার নেতৃত্বেই সূর্যের উদ্দেশে সফল পাড়ি সৌরযান আদিত্য এল১-এর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
ISRO's First Solar Mission Aditya L1: তামিলনাড়ুর তেনকাশী জেলায় সেনগোট্টাই অঞ্চলে জন্ম নিগারের। তাঁর বাবা ছিলেন কৃষক। মা ব্যস্ত ছিলেন সংসারের দেখভাল নিয়েই
বেঙ্গালুরু : দীর্ঘ গবেষণার পর ইসরো সফল হল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল১-কে সূর্যের উদ্দেশে পাঠাতে। মাত্র দিন দশেকের ব্যবধানে চন্দ্র ও সূর্য অভিযানের জন্য ইসরো এখন দেশ জুড়ে নন্দিত। ভারতের প্রথম সৌর অভিযানের নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কারিগর নিগর শাজী। ইসরোর এই বিজ্ঞানী ছিলেন সৌর মিশন আদিত্য এল১-এর প্রজেক্ট ডিরেক্টর। দেশের প্রথম সৌর অভিযানের নেপথ্যে তিনি অন্যতম সফল বিজ্ঞানী।
তামিলনাড়ুর তেনকাশী জেলায় সেনগোট্টাই অঞ্চলে জন্ম নিগারের। তাঁর বাবা ছিলেন কৃষক। মা ব্যস্ত ছিলেন সংসারের দেখভাল নিয়েই। তিরুনেলভি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নিগার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তাঁর এর পরের গন্তব্য রাঁচি। বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে সম্পূর্ণ করেন স্নাতকোত্তর স্তরের পড়াশোনা।
advertisement
শুরু থেকেই মেধাবী ছাত্রী নিগর ১৯৮৭ সালে যোগ দেন সতীশ ধওয়ন স্পেস সেন্টারে। বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারেও তিনি কাজ করেছেন। ইসরোর স্যাটেলাইট টেলিমেট্রি সেন্টারের নেতৃত্বেও ছিলেন নিগর। আদিত্য এল১-এর প্রজেক্ট ডিরেক্টর হওয়ার আগে ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট রিসোর্সস্যাট ২এ-এরও প্রকল্প প্রধান ছিলেন তিনি।
advertisement
মা এবং মেয়েকে নিয়ে নিগর বর্তমানে বেঙ্গালুরুবাসী। তাঁর স্বামী মধ্যপ্রাচ্যে কর্মরত ইঞ্জিনিয়ার হিসেবে। বিজ্ঞানী ছেলে কাজ করছেন নেদারল্যান্ডসে। মেয়ে ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরের ছাত্রী।
আদিত্য এল১-এর সফল উৎক্ষেপণের পর নিগর বলেন, ‘‘এটা যেন স্বপ্ন সফল হল৷ আমি খুব খুশি যে পিএসএলভি সঠিকভাবে উৎক্ষেপণ করতে পেরেছে আদিত্যএল-১-কে৷ ১২৫ দিন ব্যাপী যাত্রাপথ পাড়ি দেবে সৌরযান৷ একবার এই যান তার লক্ষ্যে পৌঁছলে দেশ ও বিশ্বব্যাপী বিজ্ঞান পরিমণ্ডলের কাছে হয়ে উঠবে সম্পদ৷’’ এই প্রজেক্টকে সফল করে তোলার জন্য দলের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিজ্ঞানী নিগর শাজী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 12:38 PM IST