কার ‘পিরিয়ডস’ চলছে? ৭০ জন ছাত্রীকে নগ্ন করে পরীক্ষা করল হেড দিদিমণি

Last Updated:

বাথরুমে রক্তের দাগ ! তাহলে নিশ্চয়ই কোনও ছাত্রীর পিরিয়ডস চলছে ৷

#মুজফফরনগর: বাথরুমে রক্তের দাগ ! তাহলে নিশ্চয়ই কোনও ছাত্রীর পিরিয়ডস চলছে ৷ হেড দিদিমণির নির্দেশ ৭০ জন ছাত্রীকে নগ্ন করে তল্লাশি নিতে হবে !
এরকমই এক ঘটনা ঘটল, মুজফফরনগরের এক আবাসিক স্কুলে ৷ যেখানে ঋতুমতী খুঁজতে নগ্ন করা হল ৭০ জন ছাত্রীকে ৷
মুজফফরনগরের কস্তুরবা গান্ধি রেসিডেন্সিয়াল স্কুলে শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ৷ বাথরুমে রক্তের দাগ দেখতে পায় স্কুলের লোকজন ৷ খবরটা কানে যায় হেড দিদিমণির ৷ সঙ্গে সঙ্গে হেড দিদিমণি নির্দেশ দেন, স্কুলের ৭০ জন ছাত্রীকে তল্লাশি করতে হবে৷ নিশ্চয়ই কারও একজনের পিরিয়ডস চলছে ৷
advertisement
advertisement
হেড দিদিমণির নির্দেশ অনুযায়ী, ছাত্রীরা তাঁর ঘরে যান ৷ একে একে নগ্ন হয়ে দেখান দিদিমণিকে ৷
গোটা ঘটনার প্রতিবাদ করেছেন ছাত্রীর অভিভাবকেরা ৷ হেড দিদিমণির পদত্যাগও দাবি করেছেন সকলেই ৷ তবে স্কুলের হেড দিদিমণি জানিয়েছেন, ‘এ সবই আমার বিরুদ্ধে চক্রান্ত !’
বাংলা খবর/ খবর/দেশ/
কার ‘পিরিয়ডস’ চলছে? ৭০ জন ছাত্রীকে নগ্ন করে পরীক্ষা করল হেড দিদিমণি
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement