Accident: ঘন কুয়াশায় খালে গাড়ি, পঞ্জাবে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু শিক্ষক দম্পতির!

Last Updated:

ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ কুয়াশার কারণেই সামনে রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছিল না৷

পঞ্জাবে দুর্ঘটনায় মৃত দম্পতি৷
পঞ্জাবে দুর্ঘটনায় মৃত দম্পতি৷
মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি৷ রবিবার সকালে পঞ্জাবের মোগা জেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে৷ এ দিন ভোরে একটি খালে পড়ে যায় শিক্ষক দম্পতির গাড়ি৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই দম্পতির নাম জস করণ সিং এবং কমলজিৎ কৌর৷ পঞ্জাবের জেলা পরিষদ ভোটে ডিউটি পড়েছিল কমলজিতের৷ নিজেদের গাড়িতেই স্ত্রীকে সঙ্গতপুরা গ্রামের বুথে পৌঁছে দিতে যাচ্ছিলেন জস করণ সিং৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়৷
মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ কুয়াশার কারণেই সামনে রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছিল না৷ ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক দম্পতির৷
advertisement
advertisement
মোগা জেলাতেই দু জনে সরকারি স্কুলের শিক্ষক ছিলেন৷ জস করণ সিং ইংরেজির শিক্ষক ছিলেন৷ ঘন কুয়াশার কারণে পঞ্জাবের পাশাপাশি হরিয়ানাতেও ঘন কুয়াশার কারণে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে৷ এ দিনই হরিয়ানার রোহতকে প্রায় ৩৫-৪০টি ট্রাক এবং গাড়ির মধ্যে সংঘর্ষ হয়৷ মেহাম এলাকায় একটি হাইওয়ের উপরে প্রথমে একটি ট্রাক এবং গাড়ির সংঘর্ষ হয়৷ ঘন কুয়াশার মধ্যে এর পর একের একের পর এক ট্রাক এবং গাড়ি এসে দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িগুলিকেই ধাক্কা মারে৷ এই দুর্ঘটনায় অনেকেই আহত হন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: ঘন কুয়াশায় খালে গাড়ি, পঞ্জাবে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু শিক্ষক দম্পতির!
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement