বর্ধিত ফি না দেওয়ায় স্কুলেই আটক ২০ পড়ুয়া

Last Updated:

স্কুলে পড়ার বর্ধিত খরচ অভিভাবক সময়মতো না দিতে পারায়, স্কুলেই আটকে রাখা হল বাচ্চাদের ৷

#হায়দরাবাদ: প্রতি মাসেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্কুলের ফি ৷ স্কুল কর্তৃপক্ষের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে স্কুলে পড়ার বর্ধিত খরচ অভিভাবক সময়মতো না দিতে পারায়, স্কুলেই আটকে রাখা হল বাচ্চাদের ৷ হায়দরাবাদের এক স্কুলে ঘটেছে এমনই জঘন্য ঘটনা ৷
যে সব বাচ্চার বাবা-মায়েরা স্কুলের ফি বাড়ানোর পর তা জমা দেননি, এমন ২০ জন বিভিন্ন ক্লাসের পড়ুয়াকে বাড়ি যেতে না দিয়ে আটকে রাখা হল স্কুলেই ৷ পরে পুলিশ এসে পড়ুয়াদের উদ্ধার করে ৷
অভিভাবকদের শত অনুনয়-বিনয়ের পরও কর্তৃপক্ষের মন গলেনি ৷ অবশেষে বাধ্য হয়ে এক অভিভাবক পুলিশে খবর দেন ৷ পুলিশি হস্তক্ষেপে মুক্তি পায় শিশুগুলি ৷ ততক্ষণে কেটে গিয়েছে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ৷ খিদে, তেষ্টায় ও আতঙ্কে তখন বাচ্চাগুলির নাজেহাল অবস্থা ৷ অভিযোগ, শুধু স্কুলে বন্দি করে রাখাই নয় ফি অনাদায়ে পড়ুয়াদের বার্ষিক পরীক্ষাতেও বসতে দেওয়া হয়নি ৷ শিক্ষা প্রতিষ্ঠানের এমন পৈশাচিক ব্যবসায়িক মনোভাবে সমালোচনার ঝড় উঠেছে ৷
advertisement
advertisement
অভিভাবকরা জানাচ্ছেন, হায়াতনগরের সরিতা বিদ্যা নিকেতন নামের ওই স্কুলটি গত এক বছরে বহুবার নিজেদের স্কুলের ফি বাড়িয়েছেন ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক ধাক্কায় প্রায় ১১ হাজার টাকা ফি বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে স্কুল কর্তৃপক্ষ ৷ অনেক অভিভাবকই একসঙ্গে এতগুলি টাকা দিতে পারেননি ৷ টাকা আদায়ের জন্য কর্তৃপক্ষ অবশেষে এই ঘৃণ্য পথ বেছে নেয় ৷
advertisement
Hyderbad-school
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে তারা তৎক্ষণাৎ স্কুলে পৌঁছে শিশুদের উদ্ধার করে এবং পুলিশি হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের পরীক্ষায় বসতে দিতে বাধ্য হয় ৷
শিশুদের অধিকার নিয়ে লড়াই চালানো স্বেচ্ছাসেবী সংস্থা বলালা হাকুলা সঙ্ঘ অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন ৷ তাদের বক্তব্য, সম্প্রতি বেশ কিছু ঘটনা সামনে এসেছে, যেখানে বর্ধিত ফি দিতে না পারায় বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের সাসপেন্ড করে দিয়েছে ৷ অবিলম্বে এই প্রবণতা বন্ধ না করা গেলে শিশুদের জন্য এক অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বর্ধিত ফি না দেওয়ায় স্কুলেই আটক ২০ পড়ুয়া
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement