রোল নম্বর অনুযায়ী অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সঙ্গে রাত কাটাতে হত ছা্ত্রীদের
Last Updated:
অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সঙ্গে রোল নম্বর অনুযায়ী স্কুল ছাত্রীদের রাত কাটাতে বাধ্য করছে শিক্ষকরা ৷ ঘটনা ঝাড়খণ্ডের কস্তুর্বা গান্ধি মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে ৷ সম্প্রতি ওই স্কুলের এক ছাত্রীর তার বাবা-মা সমস্ত বিষটি জানায় ৷ এরপর নির্যাতিতার পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে ৷
#রাঁচি: অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সঙ্গে রোল নম্বর অনুযায়ী স্কুল ছাত্রীদের রাত কাটাতে বাধ্য করছে শিক্ষকরা ৷ ঘটনা ঝাড়খণ্ডের কস্তুর্বা গান্ধি মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে ৷ সম্প্রতি ওই স্কুলের এক ছাত্রী তার বাবা-মাকে সমস্ত বিষয়টি জানায় ৷ এরপর নির্যাতিতার পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে ৷ মেয়েটি জানায়, তার হোস্টেলের ওর্য়াডন বিজলি কুমারি গত বছর অক্টোবর মাসে বেড়াতে নিয়ে যাচ্ছে বলে হোস্টেলের বাইরে নিয়ে যায় ৷ এপর অন্ধকার ঘরে একটি লোকের হাতে তাকে তুলে দেয় ৷ গোটা রাত তাকে ওই ঘরে লোকটির সঙ্গে আটকে রাখা হয় ৷ সেই রাতে লোকটি তাকে বহুবার ধর্ষণ করে ৷ কিন্তু ঘরটি অন্ধকার থাকায় নির্যাতিতা লোকটির চেহারা দেখতে পায়নি ৷ কিন্তু এই ঘটনার জেরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ৷ ঘটনা জানতে পেরে এই মুহূর্তে তার হোস্টেলের যে ওর্য়াডন কল্যানী সে মেয়েটির গর্ভপাত করানোর জন্য তাকে কয়েকটি ওষুধ দেয় ৷ কিন্তু মেয়েটির শারীরিক অবস্থার অবনতি ঘটায় তার অভিভাবকদের খবর দেওয়া হয় ৷ তবে স্কুলের ডিরেক্টর বিনিত কুমার জানিয়েছেন তারা এই বিষয়ে কিছু জানেন না ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷