ভয়াবহ! মহারাষ্ট্রে বেমালুম উলটে গেল পড়ুয়া-বোঝাই স্কুল বাস, সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠবেন

Last Updated:

দুর্ঘটনার সময় বাসে ছিল ১৮ জন ছাত্র-ছাত্রী। দুর্ঘটনায় জখম একাধিক পড়ুয়া।

#মহারাষ্ট্র: সোমবার ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের থানে জেলার অম্বরনাথ এলাকায়। পড়ুয়া-সহ উলটে গেল স্কুল বাস। দুর্ঘটনার সময় বাসে ছিল ১৮ জন ছাত্র-ছাত্রী। দুর্ঘটনায় জখম একাধিক পড়ুয়া।
জানা যায়, সকাল ৭টা নাগাদ একটি বেসরকারি ছোট স্কুল বাস অম্বরনাথ এলাকার রোটারি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে গ্রিন সিটি কমপ্লেক্সে আসে। চালক বাসটি ঘোরাতে যেতেই বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাস। তড়িঘড়ি ছুটে যান আশপাশের বাসিন্দা, অন্যান্য পড়ুয়া-সহ অভিভাবকেরা, উলটে যাওয়া বাস থেকেই কোনওক্রমে ছাত্র-ছাত্রীদের বের করে আনা হয়। গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, যা দেখে কার্যত শিউরে উঠছে নেটদুনিয়া।
advertisement
দেখুন সেই ভিডিও--
advertisement
View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
অন্যদিকে,  হীমাচল প্রদেশের কুলু জেলায় যাত্রিবাহী গাড়ি খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ৭ পর্যটকের৷ আহত হলেন ১০ জন৷ নিহত পর্যটকদের মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও দিল্লির বাসিন্দারা আছেন৷ রবিবার রাত ৮.৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে বাঞ্জার সাবডিভিশনে ঘিয়াঘির কাছে৷ সংবাদসংস্থার কাছে দুর্ঘটনার খবর জানিয়েছেন বাঞ্জারের বিজেপি বিধায়ক সুরিন্দর শৌরি৷ দুর্ঘটনায় আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় বাঞ্জার হাসপাতালে৷ তার পর প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় কুলু হাসপাতালে৷ কুলু জেলার ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন গাড়িতে মোট চালক-সহ মোট ১৭ জন ছিলেন৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়াবহ! মহারাষ্ট্রে বেমালুম উলটে গেল পড়ুয়া-বোঝাই স্কুল বাস, সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement