#লখনউ: উন্নাও মামলায় সুপ্রিম তোপে সিবিআই। প্রধান বিচারপতির নির্দেশে চাপে উত্তরপ্রদেশ সরকার। আজ, বৃহস্পতিবার উন্নাও মামলায় প্রচার বিচারপতি রঞ্জন গগৈয়ের নির্দেশ, লখনউ থেকে সব মামলা সরিয়ে দিল্লির বিশেষ সিবিআই আদালতে হবে।
এর মধ্যে রায়বরেলি দুর্ঘটনার তদন্ত সাত দিনের মধ্যে শেষ করে ১৫ দিনের মধ্যে সিবিআইকে চার্জশিট পেশ করতে বলা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশ, বাকি চারটি মামলার শুনানি করবেন একজন বিচারক। ৪৫ দিনের মধ্যে ওই শুনানি শেষ করতে হবে। শুধু সিবিআই নয়, উন্নাওয়ের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ, কালকের মধ্যে নির্যাতিতার পরিবারকে অন্তর্বতী ক্ষতিপূরণ হিসেবে ২৫ লক্ষ টাকা দিতে হবে। পরিবারের নিরাপত্তা সুনিশ্চিতের দায়িত্ব সরকারের। তবে পুলিশ নয়, তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকবে সেন্ট্রাল ফোর্স।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI, Rape, Suprem Court, Unnao rape, Unnao Rape Case