‘আপনারা কি তাজমহল ধ্বংস করতে চান?’ কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Last Updated:

‘আপনারা কি তাজমহল ধ্বংস করতে চান?’ কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

 #নয়াদিল্লি: আপনারা কি বিশ্বের অন্যতম বিখ্যাত এবং আশ্চর্য স্থাপত্যকীর্তি তাজমহলকে এবার ধ্বংস করে ফেলতে চান? কেন্দ্রকে এবার এমনই প্রশ্ন করল সুপ্রিম কোর্ট ৷
উত্তরপ্রদেশ ও রাজধানী দিল্লির মধ্যে রেললাইন বসানো নিয়ে একটি মামলার শুনানি চলাকালীনই এমন মন্তব্য করে শীর্ষ আদালত ৷ আসলে মথুরা থেকে দিল্লির মধ্যে ৮০ কিলোমিটার লম্বা রেললাইন বসানো হলে কাটা পড়বে প্রায় ৪০০ কাজ ৷ কিন্তু পরিষেবা উন্নয়নের খাতিরে দরকার এই রেলওয়ে ট্র্যাক ৷ তাই গাছ কাটার অনুমতি নিয়েই আদালতে চলছিল মামলার শুনানি ৷
advertisement
এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তর বেঞ্চের মন্তব্য ৷ তিনি বলেন, ‘তাজমহল একটি পৃথিবী বিখ্যাত স্থাপত্য ৷ সরকার কি এবার সেটা ধ্বংস করে ফেলতে চায়?’ একই সঙ্গে বিচারপতিদের এই বেঞ্চের বক্তব্য, সাম্প্রতিককালে দূষণ বড়সড় ছাপ ফেলেছে তাজের সৌন্দর্যে ৷ এরপর এত বিপুল পরিমাণে গাছ কেটে ফেলা হলে দূষণ আরও বাড়বে বলেই মনে করে কোর্ট ৷
advertisement
advertisement
শীর্ষ আদালত এদিন আরও বলে, সরকারের উচিত তাজমহলের সাম্প্রতিক ছবি দেখা ৷ দূষণের ফলে তার কি দশা হয়েছে তা দেখা ৷ তারপরও গাছ কাটার অনুমতি চাইতে হলে হলফনামা দিয়ে সরকারের বলা উচিত, কেন্দ্র তাজমহল ধ্বংস করতে চায় ৷
দূষণ, ক্ষতিকারক গ্যাস ও গাছ কাটা বন্ধ করে তাজমহল বাঁচাতে এর আগে সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন পরিবেশবিদ এম সি মেহতা ৷ মামলাকারীর দাবি, তাজমহলকে রক্ষা করতে হলে হস্তক্ষেপ করতে হবে শীর্ষ আদালতকে ৷
advertisement
১৬৩১ সালে মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মুমতাজের স্মৃতিতে তৈরি করেন তাজমহল ৷ ইউনেস্কোর তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘আপনারা কি তাজমহল ধ্বংস করতে চান?’ কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement