#নয়াদিল্লি: আপনারা কি বিশ্বের অন্যতম বিখ্যাত এবং আশ্চর্য স্থাপত্যকীর্তি তাজমহলকে এবার ধ্বংস করে ফেলতে চান? কেন্দ্রকে এবার এমনই প্রশ্ন করল সুপ্রিম কোর্ট ৷
উত্তরপ্রদেশ ও রাজধানী দিল্লির মধ্যে রেললাইন বসানো নিয়ে একটি মামলার শুনানি চলাকালীনই এমন মন্তব্য করে শীর্ষ আদালত ৷ আসলে মথুরা থেকে দিল্লির মধ্যে ৮০ কিলোমিটার লম্বা রেললাইন বসানো হলে কাটা পড়বে প্রায় ৪০০ কাজ ৷ কিন্তু পরিষেবা উন্নয়নের খাতিরে দরকার এই রেলওয়ে ট্র্যাক ৷ তাই গাছ কাটার অনুমতি নিয়েই আদালতে চলছিল মামলার শুনানি ৷
এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তর বেঞ্চের মন্তব্য ৷ তিনি বলেন, ‘তাজমহল একটি পৃথিবী বিখ্যাত স্থাপত্য ৷ সরকার কি এবার সেটা ধ্বংস করে ফেলতে চায়?’ একই সঙ্গে বিচারপতিদের এই বেঞ্চের বক্তব্য, সাম্প্রতিককালে দূষণ বড়সড় ছাপ ফেলেছে তাজের সৌন্দর্যে ৷ এরপর এত বিপুল পরিমাণে গাছ কেটে ফেলা হলে দূষণ আরও বাড়বে বলেই মনে করে কোর্ট ৷
শীর্ষ আদালত এদিন আরও বলে, সরকারের উচিত তাজমহলের সাম্প্রতিক ছবি দেখা ৷ দূষণের ফলে তার কি দশা হয়েছে তা দেখা ৷ তারপরও গাছ কাটার অনুমতি চাইতে হলে হলফনামা দিয়ে সরকারের বলা উচিত, কেন্দ্র তাজমহল ধ্বংস করতে চায় ৷
দূষণ, ক্ষতিকারক গ্যাস ও গাছ কাটা বন্ধ করে তাজমহল বাঁচাতে এর আগে সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন পরিবেশবিদ এম সি মেহতা ৷ মামলাকারীর দাবি, তাজমহলকে রক্ষা করতে হলে হস্তক্ষেপ করতে হবে শীর্ষ আদালতকে ৷
১৬৩১ সালে মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মুমতাজের স্মৃতিতে তৈরি করেন তাজমহল ৷ ইউনেস্কোর তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Modi Government, Narendra Modi Government, Supreme Court, Tajmahal, Tajmahal Abolition