গর্ভাবস্থার ২৪ তম সপ্তাহেও গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

শারীরিক সমস্যার কারণে গর্ভাবস্থার ২৪ তম সপ্তাহে মুম্বইয়ের এক প্রসূতিকে গর্ভপাতের অনুমতি দিল শীর্ষ আদালত ৷

#নয়াদিল্লি: শারীরিক সমস্যার কারণে গর্ভাবস্থার ২৪ তম সপ্তাহে মুম্বইয়ের এক প্রসূতিকে গর্ভপাতের অনুমতি দিল শীর্ষ আদালত ৷ প্রাণ সংশয় হতে পারে, তাই ২৪ সপ্তাহেরও বেশি বয়সী ভ্রূণকে নষ্ট করার অনুমতি দিল আদালত ৷
২৪ সপ্তাহ কেটে গিয়েছে,এখনও তৈরি হয়নি ভ্রুণের মাথার খুলি ৷ জটিল এই ক্রুটির কারণেই বিচারক এস এ বোবদে এবং এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ ২২ বছরের অন্তঃসত্ত্বার গর্ভপাতের আবেদন মঞ্জুর করে ৷ ২০ সপ্তাহের বেশি সময় ধরে অন্তঃসত্ত্বা কোনও মহিলাকে মেডিক্যাল গ্রাউন্ডে ব্যতিক্রমীভাবে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট ৷
দেশের বর্তমান আইন অনুযায়ী, ভ্রুণের বয়স ২০ সপ্তাহ পেরোলে গর্ভপাত করানো যায় না। কিন্তু বছর বাইশের ওই মহিলার গর্ভে থাকা ভ্রুণটি অপরিণত। চিকিৎসকরা জানিয়েছেন, এই সন্তান ভূমিষ্ঠ হলেও মাথার খুলি ছাড়া বেঁচে থাকা অসম্ভব ৷ তাই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই ভ্রূণের মৃত্যু অবশ্যম্ভাবী ৷ এই মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতেই ২৪ তম সপ্তাহেও গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট।
advertisement
advertisement
প্রসূতির শারীরিক পরীক্ষা করে সাত চিকিৎসকের মেডিক্যাল টিমের দেওয়া রিপোর্টটি পড়ে বিচারক এস এ বোবদে এবং এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ বলেন, মেডিক্যাল রিপোর্টেই স্পষ্ট যে এই জটিল শারীরিক ক্রুটির কারণে ভ্রূণের বেঁচে থাকার কোনও আশা নেই ৷ তাই প্রসূতিকে এই গর্ভাবস্থা অব্যাহত রাখতে বাধ্য করার কোনও কারণ নেই ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গর্ভাবস্থার ২৪ তম সপ্তাহেও গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement