SC Allows Firecrackers in Delhi-NCR: দিওয়ালিতে সবুজ বাজির ব‍্যবহারে সায় সুপ্রিম কোর্টের! তবে, জরুরি শর্তও দিল শীর্ষ আদালত

Last Updated:

SC Allows Firecrackers in Delhi-NCR: দিল্লিতে গ্রিন ক্র্যাকার বা সুবজ বাজি পোড়ানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। দীপাবলিতে দিল্লি সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা NCR এলাকায় পরিবেশবান্ধব গ্রিন ক্র্যাকার পোড়ানোর অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানানো হয়েছিল।

News18
News18
নয়াদিল্লিঃ দিল্লিতে গ্রিন ক্র্যাকার বা সুবজ বাজি পোড়ানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। দীপাবলিতে দিল্লি সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা NCR এলাকায় পরিবেশবান্ধব গ্রিন ক্র্যাকার পোড়ানোর অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানানো হয়েছিল। বুধবার সেই আবেদনে সাড়া দিল কোর্ট।
বুধবার সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর অঞ্চলে ১৮ থেকে ২১ অক্টোবরের মধ্যে আতশবাজি বিক্রি ও ফাটানোর অনুমতি দিয়েছে। আদালত নির্ধারণ করেছে, সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টার মধ্যে আতশবাজি ফোটানো যাবে। শীর্ষ আদালত একে উৎসব উদ্‌যাপন ও পরিবেশ রক্ষার মধ্যে একটি “সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ” বলে বর্ণনা করেছে।
advertisement
advertisement
আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, দীপাবলির সময় দিল্লি-এনসিআর অঞ্চলের বাইরে থেকে পাচার হয়ে আসা আতশবাজিগুলো সবুজ আতশবাজির তুলনায় বেশি ক্ষতি করে। যে আতশবাজি কাঁচামাল ও ধুলো দমনের উপাদান কম ব্যবহার করে এবং ফলস্বরূপ তুলনামূলকভাবে কম দূষণ ঘটায়, সেগুলোকেই ‘সবুজ আতশবাজি’ বলা হয়।
আদালত এটিকে একটি “অস্থায়ী ব্যবস্থা” বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে যে এনসিআর অঞ্চলের বাইরে থেকে কোনো আতশবাজি আনা যাবে না। এই সময়ে দূষণ নিয়ন্ত্রণ সংস্থাগুলো অঞ্চলের বায়ুমান সূচক (Air Quality Index) পর্যবেক্ষণ করবে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
SC Allows Firecrackers in Delhi-NCR: দিওয়ালিতে সবুজ বাজির ব‍্যবহারে সায় সুপ্রিম কোর্টের! তবে, জরুরি শর্তও দিল শীর্ষ আদালত
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement