‘সমাজের স্বার্থেই আন্না হাজারে-কে বাঁচান’, মহারাষ্ট্র সরকারের কাছে আর্জি শিবসেনার
Last Updated:
#মুম্বই: ‘আন্না হাজারে-কে বাঁচান ৷’ সোমবার মহারাষ্ট্র সরকারের কাছে এমন আর্জিই জানিয়েছে শিবসেনা ৷
গত বুধবার মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রালেগন সিদ্ধি গ্রামে অনশনে বসেছেন বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে ৷ এই নিয়ে টানা ছ’দিনে পড়ল তাঁর অনশন ৷ আন্নার দাবি, কৃষকদের সমস্যার সমাধান করতে হবে এবং লোকপাল বিল (জনগণের স্বার্থ রক্ষায় এবং খেটে খাওয়া মানুষের যথার্থতা লাভ করে) ও লোকায়ুক্তের নিয়োগ করতে হবে ৷
গত পাঁচদিন ধরে চলা অনশনকে সমর্থন জানিয়েছে শিবসেনা ৷ অনশনের জেরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন আন্না হাজারে ৷ শিবসেনার তরফে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র ‘সামানা’-তে উঠে এসেছে এই বিষয়টি ৷ সেনা-র তরফে জানানো হয়েছে, ‘আগে আন্নার জীবনকে বাঁচান ৷ তারপর বাকি বিষয় নিয়ে পরে ভাববেন ৷’ একইসঙ্গে মোদি সরকারকেও সতর্ক করেছে শিবসেনা ৷ ‘যদি কৃষকদের জন্য এই লড়াইয়ে চরমতম শারীরিক ক্ষতি হয় আন্না হাজারের ৷ তাহলে আমাদেরই সমাজের কলুষিত দিকটি ফুটে উঠবে ৷’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2019 4:48 PM IST