ভোটবাজারে জেলকুঠুরি থেকে বিস্ফোরক সুদীপ্ত সেন|| কী ভাবে নিঃস্ব করা হয়েছে লিখলেন প্রধানমন্ত্রীকে

Last Updated:

সূত্রের খবর, ১ ডিসেম্বর ওই চিঠি লেখেন সারদাকর্তা। দেড় পাতার ওই চিঠিতে মোট পাঁচজন রাজনৈতিক নেতার নাম উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে।

২০১৩ সালে গ্রেফতার হয়েছিলেন। স্বাস্থ্য ভেঙেছে, বিস্মৃতির অতলেই যেন তলিয়ে গিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। ভোট-রঙ্গের বাজারে, হঠাৎ আগুন জেলে দিল তাঁর চিঠি। কার্যত গ্রেফতারের পর এই প্রথম জেল থেকে চিঠি লিখলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে।
সূত্রের খবর, ১  ডিসেম্বর ওই চিঠি লেখেন সারদাকর্তা। দেড় পাতার  ওই চিঠিতে  মোট পাঁচজন রাজনৈতিক নেতার নাম উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে। তিনি নাম করে সেই নেতাদের কত টাকা দিয়েছেন লিখেছেন।
আজ অর্থাৎ শনিবা জেল কর্তৃপক্ষ সেই চিঠি সিএমও  ও  পিএমওতে পাঠিয়েছে। সূত্রের খবর, বিস্ফোরক এই চিঠিতে তিনি সব রাজনৈতিক দলের প্রতিনিধির নামই নিয়েছেন। তবে ওই পাঁচজনের মধ্যে একজনের নাম করে তিনি লেখেন, তাঁকে কত টাকা দিয়েছেন, তার নির্দিষ্ট হিসেব তাঁর এখন মনে নেই।
advertisement
advertisement
২০১৩ সালের এপ্রিল মাসে গোটা সারদার তাসের ঘর ভেঙে পড়ে। বিনিয়োগকারী এবং এজেন্টদের পক্ষ থেকে বিধাননগর পুলিশের কাছে শয়ে শয়ে অভিযোগ জমা পড়ে। সুদীপ্ত সেন পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যান। তার আগে ১৮ পৃষ্ঠার একটি চিঠি লিখে যান তিনি, যে চিঠিতে বেশ কয়েকজন রাজনীতিবিদের নাম সামনে এনেছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, তাঁর থেকে রাজনীতিবিদদের ক্রমাগত টাকা নিয়ে নেওয়ার ফলেই সারদা থুবড়ে পড়েছে। ২০১৩ সালের ২০ এপ্রিল সোনমার্গে গ্রেফতার হন সুদীপ্ত সেন।সঙ্গে ছিলেন তাঁর সহযোগী দেবযানী মুখার্জি।
advertisement
- Sukanta Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটবাজারে জেলকুঠুরি থেকে বিস্ফোরক সুদীপ্ত সেন|| কী ভাবে নিঃস্ব করা হয়েছে লিখলেন প্রধানমন্ত্রীকে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement