Aishwarya Rai Bachchan: 'দেবীর মতো ওর চোখ দুটো!' ২২ বছর পরও ঐশ্বর্যর চাউনিতে বিভোর বনশালি

Last Updated:

প্রথম দর্শনেই ঐশ্বর্যর অপরূপ চোখের সৌন্দর্যে বিভার হয়েছিলেন সঞ্জয় লীলা বনশালি।

#মুম্বই: মাঝে পেরিয়ে গেছে ২২ বছর। হম দিল দে চুকে সনম (Hum Dil De Chuke Sanam) থেকেই ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai) এবং সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) পেশাদার সম্পর্কের শুরু। ১৯৯৯ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমা হম দিল দে চুকে সনমে ঐশ্বর্য প্রমাণ করেছিলেন যে তিনি শুধু অপরূপ সুন্দরীই নন, একইসঙ্গে অসাধারণ অভিনেত্রীও। পরবর্তীকালে ঐশ্বর্য এবং বনশালির এই সফল জুটি দেবদাস (Devdas) ও গুজারিশ (Guzaarish) সিনেমাতেও একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি অভিনেত্রী নিজেই সম্প্রতি জানিয়েছেন যে তাঁর কাছে বাজিরাও মস্তানি (Bajirao Mastani) এবং পদ্মাবত (Padmaavat)-এর মতো বনসালির অন্যান্য সিনেমারও প্রস্তাব ছিল। তাই একথা বলাই বাহুল্য যে পরিচালক বনশালির জীবনে অভিনেত্রী ঐশ্বর্যর এক বিশেষ জায়গা রয়েছে যা বর্তমান প্রজন্মের কোনও অভিনেত্রী এখনও দখল করতে পারেননি। আর এই অটুট সম্পর্কের শুরু হয় পরিচালক-অভিনেত্রীর প্রথম সাক্ষাৎ থেকেই। প্রথম দর্শনেই ঐশ্বর্যর অপরূপ চোখের সৌন্দর্যে বিভার হয়েছিলেন সঞ্জয় লীলা বনশালি।
কিন্তু আপনারা কি জানেন আমির খান (Aamir Khan) এবং করিশমা কাপুরের (Karisma Kapoor) রাজা হিন্দুস্থানির (Raja Hindustan) স্ক্রিনিংয়ে ঐশ্বর্যের সঙ্গে প্রথম আলাপ হয় বনশালির? আর প্রথম সাক্ষাতেই ঐশ্বর্যর চোখের দ্যুতিতে মুগ্ধ হয়েছিলেন পরিচালক?
ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বনশালি বলেছিলেন, ‘ওর চোখের মধ্যে কিছু একটা ছিল। ওটাই তো সৌন্দর্যের সব চেয়ে জরুরি বিষয়। ওর চোখ দুটো সাধারণ নয়। ওর চোখে এতটাই শক্তি রয়েছে যে, যদি আপনি ওকে কোনও সংলাপ নাও দেন- তাহলেও ওর চোখ কথা বলে। এই ধরনের চোখ রয়েছে কেবল দেবী শক্তির।" বনশালি আরো সংযোজন করেন, হেমা মালিনীর (Hema Malini) কিংবা লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মতো ঐশ্বর্যের চোখও একেবারে অন্যরকম। "অপরূপ রঙিন এই ধরনের চোখের দ্যুতি যেন প্রকৃতির দান।" এই ভাবেই রাজা হিন্দুস্তানির স্ক্রিনিংয়ে প্রথম দেখাতে অভিনেত্রীর চোখেই আকর্ষিত হয়েছিলেন বনশালি।
advertisement
advertisement
বনশালি আরও জানান, লবিতে পরিচালককে দেখে নিজেই আলাপ করবার জন্য এগিয়ে এসেছিলেন ঐশ্বর্য। নিজের পরিচয় দিয়ে তিনি বনশালিকে বলেছিলেন যে পরিচালকের খামোশি (Khamoshi) সিনেমাটি তাঁর খুবই ভালো লেগেছে। ঠিক তখনই হম দিল দে চুকে সনমের অভিনেত্রী হিসাবে ঐশ্বর্যকে খুঁজে পেয়েছিলেন বলে জানান বনশালি। তিনি বলেন, ‘আমাদের হাত মিলেছিল, চোখ মিলেছিল। ওর চোখে আমি আগুন দেখেছিলাম। সেই সময় আমি আমার নন্দিনীকে খুঁজছিলাম। এই মুহূর্তেই আমি নিজেকে বলেছিলাম ইনি তো আমার নন্দিনী।" যদিও ঐশ্বর্যকে ভারতীয় লুকের তুলনায় পশ্চিমি লুকে বেশি মানায়, তাই নন্দিনীর চরিত্রে অভিনেত্রীকে তেমন মানাবে না বলে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু নিজের অভিনেত্রী বাছাই নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন পরিচালক। চুলে খোঁপা বেঁধে একেবারে ঐতিহ্যবাহী লুকে দর্শকের সামনে ঐশ্বর্য রাই বচ্চনকে উপস্থাপন করেছিলেন বনশালি।
advertisement
প্রসঙ্গত, ১৮ জুন, হম দিল দে চুকে সনম মুক্তির ২২ বছর পুর্ণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির তিনজন প্রধান অভিনেতা-অভিনেত্রী নিজেদের স্মৃতি শেয়ার করেন। অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgn) সেটের কিছু ছবি শেয়ার করে লেখেন, "হম দিল দে চুকে সনমের ২২ বছর; সলমন, অ্যাশ এবং আমি জানতাম যে আমরা একটি অতি-সংবেদনশীল সিনেমা করছি। যদিও সেটি যে ইতিহাস তৈরি তা ভাবতে পারিনি।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Aishwarya Rai Bachchan: 'দেবীর মতো ওর চোখ দুটো!' ২২ বছর পরও ঐশ্বর্যর চাউনিতে বিভোর বনশালি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement