রবিবার থেকে ফের চালু হচ্ছে দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস

Last Updated:
#নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সাম্প্রতিক সম্পর্কের জের ৷ রবিবার থেকে ফের চালু হচ্ছে সমঝোতা এক্সপ্রেস ৷ দিল্লি থেকে লাহোর পর্যন্ত যাবে এই এক্সপ্রেস ৷
প্রায় ষাট ঘণ্টা পরে পাকিস্তান থেকে ভারতে শনিবার রাত ৯.৩০টা নাগাদ ভারতের মাটিতে পা রাখলেন বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান ৷ এরপরই দু’দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া সমঝোতা এক্সপ্রেস পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয় দুই প্রতিবেশী দেশ ৷
সূত্রের খবর, আগামী ৩ মার্চ অর্থাৎ রবিবার ভারতের রাজধানী দিল্লি থেকে লাহোরের উদ্দেশে রওনা দেবে ট্রেনটি ৷ অন্যদিকে, সেই ট্রেনটিই আবার ফিরবে আগামী সোমবার লাহোর থেকে ৷
advertisement
advertisement
গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক করে ভারত ৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা ৷ এরপরই দু’দেশের মধ্যেকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷
গত বুধবার রাতে দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেসটি আটকে দেয় পাকিস্তান ৷ সেই রাতেই ১১টা ২০ নাগাদ দিল্লি থেকে সমঝোতা এক্সপ্রেস আটারির উদ্দেশে রওনা দেয় ৷ কিন্তু আটারি পৌঁছাতেই ওয়াঘা স্টেশন মাস্টার আটারি স্টেশন মাস্টারকে জানিয়ে দেন, দুপুরে যে ট্রেনটি লাহোর থেকে আসার কথা ছিল, সেটি আসেনি ৷ ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতির জেরেই বন্ধ করে দেওয়া হয় সমঝোতা এক্সপ্রেস ৷ দুই দেশের উত্তপ্ত পরিস্থিতির জন্য আটারি-ওয়াঘা সীমান্তে আটকে পড়ে প্রায় ৪০ জন যাত্রী ৷   তবে, তারমধ্যেও দু’দেশের মধ্যেকার সাধারণ মানুষের কথা মাথায় রেখেই ফের সমঝোতা এক্সপ্রেস চালু করা হল ৷
advertisement
WhatsApp Image 2019-03-02 at 3.50.36 PM
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রবিবার থেকে ফের চালু হচ্ছে দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement