রবিবার থেকে ফের চালু হচ্ছে দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস

Last Updated:
#নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সাম্প্রতিক সম্পর্কের জের ৷ রবিবার থেকে ফের চালু হচ্ছে সমঝোতা এক্সপ্রেস ৷ দিল্লি থেকে লাহোর পর্যন্ত যাবে এই এক্সপ্রেস ৷
প্রায় ষাট ঘণ্টা পরে পাকিস্তান থেকে ভারতে শনিবার রাত ৯.৩০টা নাগাদ ভারতের মাটিতে পা রাখলেন বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান ৷ এরপরই দু’দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া সমঝোতা এক্সপ্রেস পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয় দুই প্রতিবেশী দেশ ৷
সূত্রের খবর, আগামী ৩ মার্চ অর্থাৎ রবিবার ভারতের রাজধানী দিল্লি থেকে লাহোরের উদ্দেশে রওনা দেবে ট্রেনটি ৷ অন্যদিকে, সেই ট্রেনটিই আবার ফিরবে আগামী সোমবার লাহোর থেকে ৷
advertisement
advertisement
গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক করে ভারত ৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা ৷ এরপরই দু’দেশের মধ্যেকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷
গত বুধবার রাতে দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেসটি আটকে দেয় পাকিস্তান ৷ সেই রাতেই ১১টা ২০ নাগাদ দিল্লি থেকে সমঝোতা এক্সপ্রেস আটারির উদ্দেশে রওনা দেয় ৷ কিন্তু আটারি পৌঁছাতেই ওয়াঘা স্টেশন মাস্টার আটারি স্টেশন মাস্টারকে জানিয়ে দেন, দুপুরে যে ট্রেনটি লাহোর থেকে আসার কথা ছিল, সেটি আসেনি ৷ ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতির জেরেই বন্ধ করে দেওয়া হয় সমঝোতা এক্সপ্রেস ৷ দুই দেশের উত্তপ্ত পরিস্থিতির জন্য আটারি-ওয়াঘা সীমান্তে আটকে পড়ে প্রায় ৪০ জন যাত্রী ৷   তবে, তারমধ্যেও দু’দেশের মধ্যেকার সাধারণ মানুষের কথা মাথায় রেখেই ফের সমঝোতা এক্সপ্রেস চালু করা হল ৷
advertisement
WhatsApp Image 2019-03-02 at 3.50.36 PM
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রবিবার থেকে ফের চালু হচ্ছে দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement