ভোটে জিতলেই মহিলাদের বিনামূল্যে প্রেশার কুকার, ঘি, চাল-আটা, প্রতিশ্রুতি অখিলেশের

Last Updated:

নির্বাচনে প্রচারে বিদায়ী মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে ভেসে গেল উত্তরপ্রদেশ ৷

#লখনউ: নির্বাচনে প্রচারে বিদায়ী মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে ভেসে গেল উত্তরপ্রদেশ ৷ পারিবারিক মহাভারত পিছনে ফেলে সমাজবাদী পার্টির পক্ষ থেকে নির্বাচনী রণক্ষেত্রে কোমর বেঁধে নেমে পড়লেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সভামঞ্চ থেকেই এদিন ঘোষণাপত্র প্রকাশ করলেন সপা-র অধ্যক্ষ ৷ ঘোষণাপত্রে জনগণের জন্য একাধিক জনকল্যাণকর প্রকল্পের কথা ঘোষণা করেছেন অখিলেশ ৷ বিনামূল্যে মহিলাদের জন্য প্রেশার কুকার, দুঃস্থদের জন্য চাল, আটা ও অপুষ্ট শিশু ও গর্ভবতীদের জন্য ঘি ৷ এছাড়াও উত্তরপ্রদেশবাসীদের জন্য আরও একাধিক পরিকল্পনা ও প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন অখিলেশ ৷
advertisement
তবে উল্লেখ্য, অখিলেশের ঘোষণাপত্র প্রকাশ সভামঞ্চে আসেননি বাবা মুলায়ম সিং যাদব ও কাকা শিবপাল যাদব ৷ তাদের অনুপস্থিতিতেই ঘোষণাপত্র পড়েন সমাজবাদী অধ্যক্ষ অখিলেশ যাদব ৷ পাশে ছিলেন তাঁর স্ত্রী ডিম্পল ৷
advertisement
16145353_1325814244153104_1953446068_o
অখিলেশ এদিন নিজের বক্তব্য শুরুর আগে তাঁর মুখ্যমন্ত্রিত্বকালে বাস্তবায়িত পরিকল্পনা ও প্রকল্পের তালিকা শুনিয়ে আরও একবার মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান ৷ একই সঙ্গে মায়াবতীকেও নিশানা করেন তিনি ৷ বহুজন পার্টির সরকারকে পাথরের সরকার বলে অভিহিত করেন অখিলেশ ৷ নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী সমাজবাদী অধ্যক্ষ বলেন, ‘এবারে ৩০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরব ৷’
advertisement
16196310_1325814254153103_1688261936_o
সমাজবাদী পার্টির ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে তা হল,
-প্রাথমিক স্কুলের দরিদ্র পড়ুয়াদের প্রতিমাসে ১ লিটার ঘি ও গুঁড়ো দুধ দেওয়া হবে
- বৃদ্ধদের জন্য বৃদ্ধাবাস
- মহিলাদের বাসভাড়ায় ৫০ শতাংশ ভর্তুকি
advertisement
-রাজ্যের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ
-রান্নার সময় কমানোর জন্য বিনামূল্য মহিলাদের প্রেশার কুকার
-লোহিয়া পেনশন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তাব
-১কোটি লোককে মাসে ১০০০ টাকা করে পেনশন
-কৃষকদের জন্য বিশেষ অনুদান তহবিল
-রাজ্যে আগরা, কানপুর ও মেরঠে মেট্রো পরিষেবা (অখিলেশ জানান, পরবর্তী বাজেটে রাজ্যে মেট্রো রেলের প্রস্তাব)
advertisement
-গরীবদের বিনামূল্য চাল ও আটা
- প্রশিক্ষণের জন্য কৌশল বিকাশ যোজনা
-মজুরদের জন্য মিড ডে মিল
-চাকুরীজীবী মহিলাদের জন্য সরকারি হস্টেল
-প্রবীণদের জন্য ওল্ড এজ স্কিম
-যেখানে যেখানে ১৬ ও ১৮ ঘণ্টার জন্য বিদ্যুৎ থাকে, সেখানে ২৪ ঘণ্টা বিদ্যুৎ
advertisement
উত্তরপ্রদেশ বিধানসভায় মোট আসন সংখ্যা ৪০৩ ৷ ২০১২ সালে সমাজবাদী পার্টি ২২৪ আসনে জিতে ক্ষমতায় এসেছিল ৷ গত নির্বাচনে বসপা ৮০, বিজেপি ৪৭, কংগ্রেস পেয়েছিল ২৮টি আসন ৷ এই নির্বাচনে জোট বেঁধে লড়ছে সপা ও কংগ্রেস ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটে জিতলেই মহিলাদের বিনামূল্যে প্রেশার কুকার, ঘি, চাল-আটা, প্রতিশ্রুতি অখিলেশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement