উত্তর প্রদেশে আসন রফার ফর্মুলা দিল সমাজবাদী পার্টি, মানবে কংগ্রেস? ইন্ডিয়া জোট নিয়ে জল্পনা

Last Updated:

ইতিমধ্যেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি মতানৈক্য সামনে এসেছে৷

অখিলেশ যাদব৷
অখিলেশ যাদব৷
লখনউ: ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে আসন রফা কি চূড়ান্ত করে ফেলল ইন্ডিয়া জোট? অন্তত সেরকমই খবর পাওয়া যাচ্ছে সমাজবাদী পার্টি সূত্রে৷ এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের ৮০টি  আসনের মধ্যে ৬৫টিতে লড়তে পারে সমাজবাদী পার্টি৷
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে. আসনের জন্য প্রার্থী বাছাইয়ের কাজও অনেকটাই এগিয়ে ফেলেছে অখিলেশ যাদবের দল৷ বাকি ১৫টি আসন কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্য দলগুলির জন্য ছাড়তে রাজি সমাজবাদী পার্টি৷
শেষ পর্যন্ত এই প্রস্তাবে ইন্ডিয়া জোটের সঙ্গীরা রাজি হলে কংগ্রেসের জন্য রায়বরেলি এবং অমেঠী কেন্দ্র দুটি ছেড়ে দেবে সমাজবাদী পার্টি৷ রায়বরেলীর সাংসদ সনিয়া গান্ধি৷ অন্যদিকে গতবার রাহুল গান্ধি পরাজিত হওয়ার পর এবার অমেঠী পুনরুদ্ধার করাও কংগ্রেসের কাছে৷
advertisement
advertisement
তবে সমাজবাদী পার্টির পক্ষ থেকে অবশ্য জানিয়ে রাখা হয়েছে, শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটে আসন রফা নিয়ে সমস্যা হলে অথবা কোনও কারণে বিরোধীরা একজোট না হলে তারা একক ভাবেই বিজেপি-র বিরুদ্ধে উত্তর প্রদেশে মোকাবিলা করতে তৈরি৷
advertisement
ইতিমধ্যেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি মতানৈক্য সামনে এসেছে৷ অখিলেশ যাদব অভিযোগ করেছিলেন, প্রতিশ্রুতি মতো মধ্যপ্রদেশে তাদের ৬টি আসন ছাড়েনি কংগ্রেস৷ পাশাপাশি আসন বণ্টন নিয়ে মতপার্থক্যের জেরে শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে আদৌ ইন্ডিয়া জোট দানা বাঁধবে কি না, তা নিয়েও জল্পনা ছড়িয়েছে৷
শেষ পর্যন্ত অবশ্য অখিলেশ খানিকটা সুর নরম করেছেন৷ তিনি এখনও ইন্ডিয়া জোটের অংশ বলেই দাবি করেছেন সমাজবাদী পার্টর প্রধান৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তর প্রদেশে আসন রফার ফর্মুলা দিল সমাজবাদী পার্টি, মানবে কংগ্রেস? ইন্ডিয়া জোট নিয়ে জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement