Salman Khan : সলমন খানকে বিমানবন্দরের গেটে আটকানোর জের? বিপাকে সেই 'সৎ' CISF জওয়ান...

Last Updated:

(Salman Khan : বিমানবন্দরে সলমন খানকে আটকে ছিলেন এক CISF জওয়ান। তার জন্য নেটদুনিয়ার অনেকের কাছ থেকে কুর্নিশও পেয়েছেন তিনি।

#মুম্বই : সম্প্রতি মুম্বই বিমানবন্দরে সলমন খানকে (Salman Khan) আটকে ছিলেন এক CISF জওয়ান। তার জন্য নেটদুনিয়ার অনেকের কাছ থেকে কুর্নিশও পেয়েছেন তিনি। কিন্তু ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই বিপাকে পড়লেন সেই 'নির্ভীক' এএসআই সোমনাথ মোহান্তি (ASI Somnath Mohanty)। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল।
আগামী ছবি ‘টাইগার ৩’র (Tiger 3) শুটিং করার জন্য রাশিয়া (Russia) গিয়েছেন সলমন। যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে ঘটেছিল এই ঘটনা। সলমনের রাশিয়ায় রওনা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিমানবন্দরের সামনে ভিড় জমিয়েছিলেন চিত্র সাংবাদিকরা। আর তাঁদের ক্যামেরার সামনে সলমন পোজ দিয়েই চলেছিলেন। সূত্রের খবর, অভিনেতা এতটাই মশগুল ছিলেন যে, বিমানবন্দরে গেটে ঢোকার নিরাপত্তাবিধি ঠিকমতো পালন করতেই ভুলে যাচ্ছিলেন। ঠিক এমন সময়ে গোটা কাণ্ড দেখে সজোরে চিৎকার করে উঠলেন দায়িত্বে থাকা CISF অফিসার। তিনি সরাসরি অভিনেতাকে বলেন, আগে নিয়ম মানুন, তারপর এসব হবে।
advertisement
advertisement
ঘটনার পরই সোমনাথ মোহান্তির প্রশংসা করে ওঠেন নেটিজেনরা। জানান, বলিউডের নায়ক বলে যে সলমন নিয়মের ঊর্ধ্বে নয়, তা স্পষ্টই বুঝিয়ে দিলেন CISF জওয়ান। তবে এই ঘটনার জন্যই কার্যত বিপাকে পড়লেন সোমনাথ। নিজের ডিপার্টমেন্টেই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে জওয়ানকে।
advertisement
সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। যাতে তিনি সেই মোবাইল থেকে আর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে না পারেন। ওড়িশার বাসিন্দা সোমনাথ। মুম্বই বিমানবন্দরের গেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ইতিমধ্যেই তিনি কোনও সংবাদমাধ্যমের সঙ্গে এবিষয়ে কথা বলেছিলেন কিনা, তাও নাকি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে উড়িষ্যার একটি সংবাদ মাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলাতেই সিআইএসএফ তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Salman Khan : সলমন খানকে বিমানবন্দরের গেটে আটকানোর জের? বিপাকে সেই 'সৎ' CISF জওয়ান...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement