১০ লাখ টাকা কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিলেন সেলসম্যান, পুরষ্কৃত করলেন হারানো টাকার মালিক

Last Updated:
#সুরাত: রাস্তায় হারিয়ে গিয়েছিল তাঁর ১০ লাখ টাকা ৷ সেই টাকা যে অক্ষত অবস্থায় তাঁর কাছে ফিরে আসতে পারে তা ভাবতেও পারেননি সুরাতের এই ব্যবসায়ী ৷ সামনেই হোলি ৷ তাই পরিবারের সকলের কিছু কেনাকাটার জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি ৷ কিন্তু মাঝপথেও খোয়া যায় টাকা বোঝাই ব্যাগটি ৷
উমরা এলাকার একটি শাড়ি শোরুমে সেলসম্যানের কাজ করেন দিলীপ পোদ্দার ৷ তিনি দেখতে পান ২০০০ টাকার নোটে বোঝাই একটি ব্যাগ পড়ে রয়েছে রাস্তায় ৷ বেওয়ারিশ ব্যাগটি তুলে নিয়ে শোরুমের মালিকের কাছে নিয়ে যান দিলীপ ৷ মালিক তাঁকে পরামর্শ দেন ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য ৷
ইতিমধ্যেই পুলিশের কাছে ডায়রি করেন ব্যাগের মালিক ৷ সিসিটিভি ফুটেজে ব্যাগের লোকেশন খুঁজে পাওয়া যায় ৷ এরপরেই পুলিশের কাছে ১০ লাখ টাকা ভর্তি ব্যাগটি জমা দেন পোদ্দার ৷ দীলিপের সততায় মুগ্ধ হয়ে তাঁকে ১ লাখ টাকা দেন ওই ব্যবসায়ী ও ১ লাখ টাকা দেয় হৃদয় পচ্ছিগড় নামের আরও এক ব্যবসায়ী ৷ হৃদয়ের দোকান থেকে গয়না কেনার জন্যই নাকি এত টাকা ব্যাঙ্ক থেকে তুলেছিলেন ওই ব্যবসায়ী ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
১০ লাখ টাকা কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিলেন সেলসম্যান, পুরষ্কৃত করলেন হারানো টাকার মালিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement