হোম /খবর /দেশ /
রাফাল উড়িয়ে এনেছেন প্রাক্তন ছাত্র, গর্বে বুক ভরে যাচ্ছে বিজয়পুরা সৈনিকস্কুলের

রাফাল উড়িয়ে এনেছেন প্রাক্তন ছাত্র, গর্বে বুক ভরে যাচ্ছে বিজয়পুরা সৈনিক স্কুলের

উইং কম্যান্ড অরুণ কুমার

উইং কম্যান্ড অরুণ কুমার

বায়ুসেনার বাছাই করা ৫ জন বিশেষ পাইলটের মধ্যে একজনের নাম উইং কম্যান্ডর অরুণ কুমার৷ অরুণ আদতে বিহারের বাসিন্দা৷ কিন্তু স্কুল জীবনের পড়াশোনা সবই বিজয়পুরা সেনা স্কুল থেকে৷ ২০০১ সালে স্কুল পাশ করেন তিনি৷

  • Last Updated :
  • Share this:

#বিজয়পুরা: ভারতীয় বায়ুসেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত যে ৫ পাইলট অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল ফ্রান্স থেকে উড়িয়ে নিয়ে এলেন ভারতের, তাঁদের মধ্যে একজন কর্নাটকের বিজয়পুরায় সৈনিক স্কুলের প্রাক্তন ছাত্র৷

বায়ুসেনার বাছাই করা ৫ জন বিশেষ পাইলটের মধ্যে একজনের নাম উইং কম্যান্ডর অরুণ কুমার৷ অরুণ আদতে বিহারের বাসিন্দা৷ কিন্তু স্কুল জীবনের পড়াশোনা সবই বিজয়পুরা সেনা স্কুল থেকে৷ ২০০১ সালে স্কুল পাশ করেন তিনি৷

৫ পাইলটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ অরুণের ছবি সোনালি গোল চিহ্ন করে সৈনিক স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরছে৷ বিজয়পুরা সৈনিক স্কুলের প্রিন্সিপাল ক্যাপ্টেন বিনয় তিওয়ারি জানালেন, সৈনিক স্কুল পাশ করার পর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ)-তে যোগ দেওয়ার জন্য পড়ুয়াদের যে তালিকা ছিল, তারমধ্যে প্রথমসারিতেই নাম ছিল অরুণে৷ সৈনিক স্কুলের মন্ত্র হল, 'অজিত হি অভীত হ্যায়' অর্থাত্‍ অজিতরা ভয়হীন৷ সৈনিক স্কুলের প্রাক্তনীরা তা করে দেখিয়েছেন৷ অরুণ কুমার বরাবরই বলতেন, তিনি সেনায় যোগ দিতে চান৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Rafale jet, Sainik School, Vijaypura