#বিজয়পুরা: ভারতীয় বায়ুসেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত যে ৫ পাইলট অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল ফ্রান্স থেকে উড়িয়ে নিয়ে এলেন ভারতের, তাঁদের মধ্যে একজন কর্নাটকের বিজয়পুরায় সৈনিক স্কুলের প্রাক্তন ছাত্র৷
বায়ুসেনার বাছাই করা ৫ জন বিশেষ পাইলটের মধ্যে একজনের নাম উইং কম্যান্ডর অরুণ কুমার৷ অরুণ আদতে বিহারের বাসিন্দা৷ কিন্তু স্কুল জীবনের পড়াশোনা সবই বিজয়পুরা সেনা স্কুল থেকে৷ ২০০১ সালে স্কুল পাশ করেন তিনি৷
৫ পাইলটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ অরুণের ছবি সোনালি গোল চিহ্ন করে সৈনিক স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরছে৷ বিজয়পুরা সৈনিক স্কুলের প্রিন্সিপাল ক্যাপ্টেন বিনয় তিওয়ারি জানালেন, সৈনিক স্কুল পাশ করার পর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ)-তে যোগ দেওয়ার জন্য পড়ুয়াদের যে তালিকা ছিল, তারমধ্যে প্রথমসারিতেই নাম ছিল অরুণে৷ সৈনিক স্কুলের মন্ত্র হল, 'অজিত হি অভীত হ্যায়' অর্থাত্ অজিতরা ভয়হীন৷ সৈনিক স্কুলের প্রাক্তনীরা তা করে দেখিয়েছেন৷ অরুণ কুমার বরাবরই বলতেন, তিনি সেনায় যোগ দিতে চান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rafale jet, Sainik School, Vijaypura