#জাকার্তা : ভারতের দুই ব্যাডমিন্টন তারকাই পদক নিশ্চিত করে ফেললেন ৷ কোয়ার্টার ফাইনালে সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধু দু‘জনেই ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন ৷
মাস কয়েক আগে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে দুই শাটলারই ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ৷ এবারও দু‘জন দুটি আলাদা সেমিতে নামবেন ৷ ভারতের দুই মেয়েরই ব্রোঞ্জ নিশ্চিত ৷ সব কিছু ঠিকঠাক গেলে এই গাঁঠও পেরোতে পারলে ফের সোনা-রুপো দুটোই আসবে ভারতে৷
এটা সাইনা নেহওয়ালের প্রথম এশিয়ান গেমস মেডেল ৷ থাইল্যান্ডের রাতচানোকের বিরুদ্ধে তাঁর স্কোরলাইন ২১-১৮, ২১-১৬ ৷ অথচ প্রথম গেমে বেশ নড়বড়ে শুরু হয়েছিল সাইনার ৷ কিন্তু পরে সেটা কাটিয়ে উঠে দুটি গেমেই দাপট দেখান হায়দরাবাদি কন্যা ৷
এদিকে পি ভি সিন্ধুরও ব্রোঞ্জ নিশ্চিত ৷ তিনি জিতলেন থাইল্যান্ডের জিন্দাপোলের বিরুদ্ধে ৷ প্রথম গেম জিতে নেন ২১-১১ ৷ কিন্তু দ্বিতীয় গেমে ম্যাচে ফিরে আসেন জিন্দাপোল ৷ খেলা গড়ায় তিন গেমে ৷ তবে শেষ হাসি হাসেন সিন্ধুই ৷ খেলার ফল ১১-২১, ২১-১৬, ২১-১৪ ৷
আরও পড়ুন - গোপাল বসু-র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ক্রিকেটমহল, শোকবার্তা মুখ্যমন্ত্রীর
রবিবার ইকুস্ট্রিয়ানে ভারত দুটি রূপো পেয়েছে ৷ ইকুস্ট্রিয়ানের ব্যক্তিগত বিভাগে রূপো পেয়েছেন ফওদা মির্জা ৷ আর দলগত বিভাগে ভারতকে পদক এনে দিয়েছেন রাকেশ কুমার, আশিস মালিক ও জিতেন্দর সিং ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 Asian games, Asian Games 2018, Badminton, Jakarta Asian Games, Jakarta-Palembang, Pv sindhu, Saina Nehwal