উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হল পাইলটকে, বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা

Last Updated:

ক্ষোভ জানিয়ে হাইকম্যান্ডের কাছে তাঁকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর দাবি জানান পাইলট৷

#জয়পুর: বার বার দলের তরফে সন্ধির বার্তা দিলেও সাড়া দিচ্ছিলেন না সচিন পাইলট৷ অন্যদিকে এখনই রাজস্থানে সরকার পড়ে যাওয়ার আশঙ্কাও নেই৷ এবার তাই বিক্ষুব্ধ সচিন পাইলটের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিল কংগ্রেস৷ রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল পাইলটকে৷ একই সঙ্গে রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে পাইলটকে৷ একই সঙ্গে পাইলট ঘনিষ্ঠ দুই নেতাকেও মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে৷ সবমিলিয়ে পাইলট- কংগ্রেস বিচ্ছেদ এখন শুধু সময়ের অপেক্ষা বলেই ধরে নেওয়া যায়৷
কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এ দিন এই ঘোষণা করেন৷ তিনি দাবি করেন, সচিন পাইলটকে পরিবারের একজন ভেবে বার বার ফিরে আসার অনুরোধ করা হয়েছিল৷ কিন্তু তিনি তাতে সাড়া দেননি৷ বাধ্য হয়েই কড়া পদক্ষেপ করতে বাধ্য হল দল৷ এ দিনই রাজস্থানের পরিষদলীয় দলের বৈঠক ছিল৷ তার পরেই এই ঘোষণা করা হয়৷ বিদ্রোহী বাকি বিধায়কদেরও শোকজ করা হয়েছে৷
advertisement
রণদীপ সুরজেওয়ালা দাবি করেন, সচিন পাইলট এবং তাঁর কয়েকজন সঙ্গী বিজেপি-র ষড়যন্ত্রে পা দিয়ে রাজস্থানে জনতার দ্বারা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছিলেন৷ তাই তাঁদের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ করা হল৷ এই বার্তার মাধ্যমে কংগ্রেস নেতৃত্ব বুঝিয়ে দিল, দল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পাশেই রয়েছে৷
advertisement
সচিন পাইলটের অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁকে গুরুত্ব দিচ্ছেন না৷ তাঁকে প্রদেশ সভাপতির পদ থেকেও সরানোর চেষ্টা করছেন৷ পাইলটের বিরুদ্ধেই আগেই সরকার ফেলে দেওয়ার চক্রান্তের অভিযোগে মামলা করে রাজস্থান পুলিশের বিশেষ দল৷ এসব নিয়েই ক্ষোভ জানিয়ে হাইকম্যান্ডের কাছে তাঁকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর দাবি জানান পাইলট৷ কিন্তু পাইলটের চাপের কাছে নতিস্বীকার করেনি কংগ্রেস নেতৃত্ব৷ তবে তাঁর ক্ষোভ প্রশমনের চেষ্টা করেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, পি চিদম্বরম, কে সি বেণুগোপালের মতো সিনিয়র নেতারা৷ যদিও নিজের দাবিতে অনড় থাকেন পাইলট৷
advertisement
সচিন পাইলটের ঘনিষ্ঠরা এমনও দাবি করেন, তাঁর সঙ্গে অন্তত ৩০ জন বিধায়কের সমর্থন রয়েছে৷ ফলে রাজস্থানে অশোক গেহলট সরকার এখন সংখ্যালঘু৷ কিন্তু বিধায়কদের বৈঠক ডেকে অশোক গেহলট প্রমাণ করে দেন, প্রয়োজনের থেকে অনেক বেশি বিধায়কের সমর্থন রয়েছে তাঁর দিকে৷ সরকার বাঁচানোর বিষয়ে নিশ্চিত হয়েই পাইলটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল কংগ্রেস৷
advertisement
সচিন পাইলটের বিজেপি যোগের সম্ভাবনা যেমন শোনা যাচ্ছিল, সেরকমই তিনি নতুন দল তৈরি করতে পারেন বলেও খবর৷ এখন দেখার, তরুণ এই নেতা কী সিদ্ধান্ত নেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হল পাইলটকে, বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement