'ও শুধু আমার সহকর্মী নয়, বন্ধু,' সচিন পাইলটের বিদায়বেলায় আবেগঘন ট্যুইট রাহুলের

Last Updated:

রাজস্থানে কংগ্রেসের এই 'বিদ্রোহী' নেতাকে নিয়ে এতদিন চুপ ছিলেন৷ মঙ্গলবার দুপুরে আবেগঘন ট্যুইট করলেন রাহুল গান্ধি৷

#নয়াদিল্লি: কংগ্রেসের সঙ্গে সচিন পাইলটের সম্পূর্ণ বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা৷ ইতিমধ্যেই তাঁকে উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছে৷ রাজস্থানে কংগ্রেসের এই 'বিদ্রোহী' নেতাকে নিয়ে এতদিন চুপ ছিলেন৷ মঙ্গলবার দুপুরে আবেগঘন ট্যুইট করলেন রাহুল গান্ধি৷
advertisement
advertisement
সেই যুব কংগ্রেস থেকে শুরু৷ কংগ্রেসের তরুণ মুখদের মধ্যে একজন ছিলেন সচিন পাইলট৷ আরেকজন ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ এঁরা সকলেই রাহুল গান্ধির সমসাময়িক৷ জ্যোতিরাদিত্য ইতিমধ্যেই বিজেপি যোগ দিয়েছেন৷ মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারও পড়ে গিয়েছে৷ সচিন পাইলটেরও বিদায় সময়ের অপেক্ষা৷
এ দিন রাহুল ট্যুইটারে লিখলেন, 'সচিন পাইলট শুধুই আমার সহকর্মী নয়, আমার বন্ধুও৷ দলের জন্য ও পূর্ণ কর্তব্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গিয়েছে, একথা কেউ অস্বীকার করতে পারবে না৷ ভেবেছিলাম, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷ কিন্তু দুঃখের বিষয়, তা হল না৷'
advertisement
বার বার দলের তরফে সন্ধির বার্তা দিলেও সাড়া দিচ্ছিলেন না সচিন পাইলট৷ অন্যদিকে এখনই রাজস্থানে সরকার পড়ে যাওয়ার আশঙ্কাও নেই৷ এবার তাই বিক্ষুব্ধ সচিন পাইলটের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিয়েছে কংগ্রেস৷ রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাইলটকে৷ একই সঙ্গে রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'ও শুধু আমার সহকর্মী নয়, বন্ধু,' সচিন পাইলটের বিদায়বেলায় আবেগঘন ট্যুইট রাহুলের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement