Sabarimala Temple|| ৫ দিনের জন্য খুলল শবরীমালা মন্দির, প্রতিদিন ৫ হাজার ভক্তের মিলবে প্রবেশের অনুমতি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
শনিবার থেকে ৫ দিনের জন্য (For 5 days) খুলল শবরীমালা মন্দির (Sabarimala Temple)। ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত (175h July to 21st July) ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে।
#নয়াদিল্লি: আজ শনিবার থেকে ৫ দিনের জন্য (For 5 days) খুলল শবরীমালা মন্দির (Sabarimala Temple)। ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত (175h July to 21st July) ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, করোনা ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলে কিংবা ৪৮ ঘণ্টা আগে করানোর আরটিপিসিআর (RTPCR) রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই এই মন্দিরে ঢোকা যাবে।
দক্ষিণ ভারতের কেরলে ভগবান আয়াপ্পার এই মন্দির ঘিরে বিতর্ক কম হয়নি। মন্দিরে কি ঢুকবেন নাকি ঢুকবেন না তা নিয়ে মন্দির কর্তৃপক্ষের ফতোয়া ঘিরে গোটা দেশ উত্তাল হয়েছিল। করোনাকালে মন্দিরের দরজা বন্ধ হয়েছিল সবার জন্য। করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা কমতেই করোনা বিধি মেনে আপাতত খুলছে মন্দিরের দরজা। কেরলের এই মন্দির দীর্ঘদিন ধরেই সংবাদ শিরোনামে ছিল। উল্লেখ্য, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে এর আগে বিস্তর জলঘোলা হয়েছিল। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। দেশজুড়ে শোরগোল পড়ে ছিল। এমনকি সংসদও উত্তাল হয়েছিল শবরীমালা মন্দিরের মহিলাদের প্রবেশের দাবিকে কেন্দ্র করে।
advertisement

advertisement
বলে রাখা ভাল, দেশের প্রতিটি কোণ থেকে শবরীমালা মন্দির এ মহিলাদের প্রবেশের অধিকার দেওয়ার দাবি উঠেছিল। নারী সংগঠনগুলি মন্দিরের নিয়ম শিথিল করার জন্য জোরদার সওয়াল করেছিল। করোনা আবহের কারণে মন্দিরের দরজা সকলের জন্যই বন্ধ রাখা হয়েছিল। অবশেষে শবরীমালা মন্দির খুলছে এই খবরে খুশির হাওয়া সর্বত্র।
advertisement
প্রতিদিন সর্বোচ্চ ৫ হাজার পুণ্যার্থী মন্দিরে ঢুকতে পারবেন। এর জন্য আগে থেকেই অনলাইনে বুকিং করতে হবে। কেরল সরকারের তরফে জানানো হয়েছে, মন্দিরে কোভিড বিধি মানতে হবে। মাস্ক বাধ্যতামূলক। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অন্যান্য তীর্থস্থানের মতো এই মন্দিরের দরজাও বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে ভগবান আয়াপ্পার মাসের পুজো ও রীতি পালনের জন্য আপাতত পাঁচদিন শবরীমালা মন্দির খুলে দেওয়া হচ্ছে।
advertisement
Rajib Chakraborty
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2021 2:51 PM IST