SAARC-এ কোণঠাসা পাকিস্তান, ভারতকে সমর্থন জানিয়ে সম্মেলন বয়কট আরও ৩ দেশের
Last Updated:
আন্তর্জাতিক মঞ্চে আরও খানিকটা বিচ্ছিন্ন হয়ে পড়ল পাকিস্তান ৷ উরি সন্ত্রাসের পর পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে চাপে ফেলতে ইসলামাবাদে সার্ক-এর সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত ৷
#নয়াদিল্লি: আন্তর্জাতিক মঞ্চে আরও খানিকটা বিচ্ছিন্ন হয়ে পড়ল পাকিস্তান ৷ উরি সন্ত্রাসের পর পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে চাপে ফেলতে ইসলামাবাদে সার্ক-এর সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত ৷ সেই সিদ্ধান্তকে সমর্থন করে ভারতের পাশে দাঁড়াল আরও তিন দেশ ৷
সূত্রের খবর, ভারতের পর এবার বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানও সার্ক সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সন্ত্রাসবাদের ইস্যুতেই সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার কথা ভাবছে এই তিন দেশ ৷ ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্র নেপালও সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে পাকিস্তানের কাছে তাদের অবস্থান জানতে চেয়েছে ৷ এর ফলে আট সদস্যের SAARC সংগঠনে একেবারে কোণঠাসা হয়ে পড়ল পাকিস্তান ৷
advertisement
অন্যদিকে, সার্ক-এ যোগ দিতে আমেরিকার তরফে ভারতকে কোনও চাপ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রক ৷ মার্কিন বিদেশ দফতরের সহ মুখপাত্র বলেছেন, ‘সার্ক সম্মেলনে কী করবে ভারতই সিদ্ধান্ত নিক ৷’
advertisement
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (সার্ক)-এর ১৯ তম সম্মেলন হবে পাকিস্তানে ৷ ইসলামাবাদে সম্মেলনে অন্যতম ৬ অ্যাজেন্ডার দুই নম্বরে ছিল সন্ত্রাস ৷ সম্মেলনের প্রথম দিনেই সন্ত্রাস নিয়ে বিশেষ সেশনের কথা রয়েছে ৷ এই সেশনে যোগ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপ্রধানদের ৷
advertisement
সেক্ষেত্রে সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ যেতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু উরি সন্ত্রাস,কাশ্মীরের অভ্যন্তরীণ অশান্তিতে পাক হস্তক্ষেপ, লাগাতার সীমান্তে আক্রমণ ৷ সব মিলিয়ে ভারত-পাক সম্পর্ক এখন উত্তপ্ত ও উত্তেজনাপূর্ণ ৷ তাই এই পরিস্থিতিতে ভারতীয় রাষ্ট্রপ্রধানের সে দেশে যাওয়া সম্ভব নয় ৷ বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয়, পাকিস্তানের আবহাওয়া সন্ত্রাস আলোচনার অনুকূল নয়, তাই ভারত সার্ক-এর সম্মেলনে যোগ দেবে না ৷
advertisement
এই সিদ্ধান্তে সমর্থন করে বাংলাদেশের তরফে জানানো হয়েছে, ‘একটি দেশই বরাবর শান্তি ভঙ্গ করছে ৷ বাংলাদেশ সবসময়ই সহযোগিতায় প্রস্তুত ৷ তবে বর্তমান পরিস্থিতি সার্ক উপযোগী নয় ৷’ সূত্রের খবর, সেকারণেই সার্ক বয়কট করবে বাংলাদেশ ৷ সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভুটানও ৷ সূত্রের খবর, সন্ত্রাসের প্রশ্নেই সার্ক সম্মেলনে যোগ দেবে না ভুটান ৷ এই একই ইস্যুতে সার্ক সম্মেলনে যোগ দেওয়ার ক্ষেত্রে তাদের অক্ষমতার কথা জানিয়েছে আরেক সদস্য রাষ্ট্র আফগানিস্তান ৷
advertisement
সার্ক-এর বর্তমান প্রধান নেপাল ৷ ভারত-আফগানিস্তান-বাংলাদেশ-ভুটানের বয়কটের পর নতুন জায়গায় সম্মেলন চায় নেপাল ৷
তবে ভারত সহ চার দেশের সার্ক সম্মেলন বয়কটের সিদ্ধান্তকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে প্রতিক্রিয়া দিয়েছে পাক বিদেশ মন্ত্রক ৷ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, সার্ক সম্মেলন বাতিলের প্রশ্ন নেই। নির্ধারিত সূচি মেনেই সম্মেলন হবে। সন্ত্রাস নিয়ে আমরা ঐক্যবদ্ধ। সার্কের অধিকাংশ দেশই সন্ত্রাসের শিকার। কোনও বিশেষ ঘটনার দায় কোনও দেশের ওপর চাপানোর চেষ্টা হয়। কোনও একটা দেশ সেটা করে থাকে। সার্ককে এভাবে উদ্দেশ্যপূরণের মঞ্চ করে তোলা হতাশাজনক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2016 1:36 PM IST