সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করল রাশিয়া

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সেনা সরাতে শুরু করল রাশিয়া। মঙ্গলবার সিরিয়ার হেমাইম এয়ারবেস থেকে সামরিক বিমান সরাতে শুরু করেছে রুশ বায়ুসেনা। মস্কোর এই পদক্ষেপে জেনেভায় শুরু হওয়া শান্তি-আলোচনা দ্রুত এগোবে বলে মত পশ্চিমী কূটনীতিবিদদের।

  • Last Updated :
  • Share this:

    #দামাস্কাস:  যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সেনা সরাতে শুরু করল রাশিয়া। মঙ্গলবার সিরিয়ার হেমাইম এয়ারবেস থেকে সামরিক বিমান সরাতে শুরু করেছে রুশ বায়ুসেনা। মস্কোর এই পদক্ষেপে জেনেভায় শুরু হওয়া শান্তি-আলোচনা দ্রুত এগোবে বলে মত পশ্চিমী কূটনীতিবিদদের। সোমবার থেকেই রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে জেনেভায় শান্তি-আলোচনা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলি। আলোচনা শুরুর পরই সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতবছর সেপ্টেম্বর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আশাদের সমর্থনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। সিরিয়ার যুদ্ধে ইতিমধ্যেই দু’লাখ সত্তর হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহহীন ১০ লক্ষেরও বেশি।

    First published:

    Tags: Russia, Soldier, Syria, Withdraw