Rajya Sabha Poll: রাজ্যসভার নয়া ডেপুটি চেয়ারম্যান হলেন এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ, শুভেচ্ছা জানালেন মোদি

Last Updated:
#নয়াদিল্লি:  কংগ্রেস সাংসদ বি কে হরিপ্রসাদ কে প্রায় ২০ ভোটে হারিয়ে রাজ্যসভার নতুন ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন  এনডিএ-র প্রার্থী হরিবংশ নারায়ণ সিং ।কংগ্রেস প্রার্থী বিকে হরিপ্রসাদকে ২০ ভোটে হারিয়েছেন হরিবংশ নারায়ণ ।
advertisement
নতুন ডেপুটি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
এই আসনটির জন্য শাসকদল এনডিএ-র পক্ষ থেকে লড়েছিলেন  জেডি(ইউ) -এর হরিবংশ নারায়ণ। তিনি একজন প্রাক্তন সাংবাদিক ও বিহারের সাংসদ । মূলত, জোটবদ্ধ দলগুলির সঙ্গে সম্পর্ক দৃঢ় করতেই জেডি(ইউ) প্রার্থীকে টিকিট দিয়েছে শাসকপক্ষ এমনটাই অভিমত রাজনৈতিক মহলের ।বিরোধীপক্ষের তরফ থেকে এই আসনের জন্য লড়ছিলেন কর্ণাটকের সাংসদ বিকে হরিপ্রসাদ । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হরিবংশ পেয়েছেন ১২৫ ভোট ও হরিপ্রসাদ পেয়েছেন ১০৫টি ভোট ।
advertisement
গত মাসের অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর এই আসন বেশ গুরুত্বপূর্ণ ছিল  বিরোধীপক্ষের জন্য । যদিও এই ভোটাভুটিতে অংশগ্রহণ করে নি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি । কেজরিওয়াল জানিয়েছেন রাহুল গান্ধি তাঁদের কোনও অনুরোধ জানাননি বিরোধীপক্ষের হয়ে অংশগ্রহণ করার জন্য তাই ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল  আম আদমি দল । জেডি (ইউ) সভাপতি নীতিশ কুমারের প্রস্তাবও খারিজ করে দিয়েছে কেজরিওয়ালের দল । তাঁদের বক্তব্য, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থীকে তাঁদের পক্ষে সমর্থন করা সম্ভব ছিল না  । ভোটদানে বিরত ছিল পিডিপিও ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajya Sabha Poll: রাজ্যসভার নয়া ডেপুটি চেয়ারম্যান হলেন এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ, শুভেচ্ছা জানালেন মোদি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement