নারী ও শিশুকল্যাণে বাড়ল বরাদ্দ, গর্ভবতী হলে মিলবে ৬ হাজার টাকা

Last Updated:

প্রতিটি গর্ভবতী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০০০ টাকা সরাসরি জমা পড়ে যাবে।

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছিল ‘‌সব কা সাথ, সব কা বিকাশ।’ তাই ভারতবর্ষের সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলার এজেন্ডাকে মাথায় রেখেই নারী ও শিশু কল্যাণের জন্য বাজেটে বরাদ্দ বাড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, নারী এবং শিশুকল্যাণ খাতে বরাদ্দ বাড়িয়ে ১.‌৮৪ লক্ষ কোটি টাকা করা হল ৷ আগে এই খাতে বরাদ্দ ছিল ১.‌৫৬ লক্ষ কোটি টাকা ৷
ভারতে গর্ভবতী নারী ও শিশুদের অপুষ্টির সমস্যা কমাতে উদ্যোগী কেন্দ্র ৷ একইসঙ্গে সন্তান জন্ম দিতে গিয়ে প্রসূতির মৃত্যু ও জন্মের পাঁচবছরের মধ্যে শিশুদের মৃত্যু হার কমাতে প্রতি মাসে স্বাস্থ্য পরীক্ষার বিশেষ কর্মসূচি শুরু করেছিল কেন্দ্র ৷ মহিলা উন্নয়নের জন্য সারা দেশ জুড়ে মহিলাদের সাহায্যের জন্য সংগঠন গড়তে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সাক্ষরতা, স্বাস্থ্য, সচেতনতা এবং শিশুদের পুষ্টির বিকাশের লক্ষ্যে কাজ করবে এই নারী শক্তি কেন্দ্র নামক সংগঠন ৷
advertisement
advertisement
এর আগে ৩১ ডিসেম্বর গর্ভবতী মহিলাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানে একটি প্রকল্প চালুর কথা বলেছিলেন ৷ সেই অনুযায়ী প্রতিটি গর্ভবতী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০০০ টাকা সরাসরি জমা পড়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নারী ও শিশুকল্যাণে বাড়ল বরাদ্দ, গর্ভবতী হলে মিলবে ৬ হাজার টাকা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement