Gujarat Ropeway Accident: গুজরাতের শক্তিপীঠে মর্মান্তিক দুর্ঘটনা, পাভাগড়ের কালী মন্দিরে রোপওয়ে ছিঁড়ে ৬ জনের মৃত্যু!

Last Updated:

স্থানীয় সূত্রে খবর, এই দুর্ঘটনায় দু জন লিফটম্যান, দু জন শ্রমিক সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে৷ বিকেল সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷

পাভাগড়ে রোপওয়ে দুর্ঘটনা৷
পাভাগড়ে রোপওয়ে দুর্ঘটনা৷
গুজরাতের পাভাগড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা৷ রোপওয়ের দড়ি ছিঁড়ে মৃত্যু হল ৬ জনের৷ শক্তিপীঠ হিসেবে পরিচিত পাভাগড়ের বিখ্যাত কালী মন্দিরের কাছেই এই দুর্ঘটনা ঘটে৷ তবে যে রোপওয়ে ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটেছে, সেটি নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হত৷
স্থানীয় সূত্রে খবর, এই দুর্ঘটনায় যে ছ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে রাজস্থানের এক বাসিন্দা রয়েছেন৷ তিনি স্থানীয় একটি হোটেলে কাজ করতেন৷ রোপওয়ের পরিচালনার কাজে যুক্ত জম্মু কাশ্মীরের দুই বাসিন্দাও দুর্ঘটনায় প্রাণ হারান৷ এ ছাড়াও মন্দিরের একজন নিরাপত্তা রক্ষী, আরও একজন কর্মী এবং একজন ফুল বিক্রেতারও মৃত্যু হয়েছে৷
বিকেল সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ পাঁচমহল জেলার জেলাশাসক জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রোপওয়ে দড়ি ছিঁড়েই এই দুর্ঘটনা ঘটেছে৷ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন৷
advertisement
advertisement
advertisement
পাহাড়ের মাথায় অবস্থিত এই কালী মন্দিরটিতে পৌঁছতে গেলে ২০০০ সিঁড়ি পেরোতে হয় পুণ্যার্থীদের৷ এ ছাডা় রোপওয়ে করেও মন্দিরে পৌঁছনো যায়৷ যদিও এ দিন সকালে খারাপ আবহাওয়ার জন্য রোপওয়ে পরিষেবা বন্ধ করে দেয় পুলিশ৷ কিন্তু মালবাহী একটি রোপওয়ে ছিঁড়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে যায়৷
পাভাগড়ের এই কালী মন্দির খুবই জনপ্রিয়৷ বছরে প্রায় ২৫ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Ropeway Accident: গুজরাতের শক্তিপীঠে মর্মান্তিক দুর্ঘটনা, পাভাগড়ের কালী মন্দিরে রোপওয়ে ছিঁড়ে ৬ জনের মৃত্যু!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement