নাইটক্লাবে ভয়াবহ আগুন কেড়ে নিল ২৭টি প্রাণ

Last Updated:

রোমানিয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২৭ জনের ৷ জখম প্রায় ১৪৫ জন ৷ শুক্রবার রাতে ওই নাইটক্লাবে রক কনসার্ট চলার সময় বিস্ফোরণটি ঘটে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

#বুখারেস্ট: রোমানিয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২৭ জনের ৷ জখম প্রায় ১৪৫ জন ৷ শুক্রবার রাতে ওই নাইটক্লাবে রক কনসার্ট চলার সময় বিস্ফোরণটি ঘটে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
গত এক দশকে রোমানিয়ায় এতবড় অগ্নিকাণ্ড ঘটনা এই প্রথম ৷ শুক্রবার রাতে এই দুর্ঘটনার সময়ে নাইটক্লাবে উপস্থিত ছিলেন ৩০০-৪০০ জন। আহতদের শহরের ১০টি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কা জনক। এক প্রতক্ষ্যদর্শীর মতে, মঞ্চের কাছে একটি পাইরোটেকনিক ডিসপ্লেতে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে নাইটক্লাবের বেশির ভাগ অংশে।
advertisement
অপর এক প্রত্যক্ষদর্শী জানান, ক্লাবের ভিতরে আতশবাজির প্রদর্শনী চলছিল ৷ সেই সময় দুর্ঘটনাবশত একটি পিলার ও ছাদে আগুন লাগে যায়৷ তা থেকেই বিস্ফোরণটি ঘটে৷ ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় বহু মানুষের ৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ তবে কীভাবে আগুন লাগল ? সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নাইটক্লাবে ভয়াবহ আগুন কেড়ে নিল ২৭টি প্রাণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement