#নয়াদিল্লি: তফসিলি জাতি এবং উপজাতি চাকরিপ্রার্থী নিয়োগে এক নয়া নিয়ম জারি করে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন(UGC) ৷ বিশ্ববিদ্যালয়ের বদলে কোনও একটি বিভাগ কিংবা বিষয়কে একটি ইউনিট হিসেবে গ্রহণ করার দাবি জানায় ইউজিসি ৷ কিন্তু সেই নিয়ম জারি হলে এসসি, এসটি এবং ওবিসি চাকরিপ্রার্থী নিয়োগের সংখ্যা অনেকাংশে কমে যাবে ৷ যা একেবারেই সংবিধান বিরোধী বলে দাবি করে মানব উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে চিঠি লিখলেন সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্ট মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট ৷
গেহলট জানিয়েছেন, এই নয়া নিয়মে প্রফেসর এবং অ্যাসিসটেন্ট প্রফেসর হিসেবে এসসি, এসটি এবং ওবিসিদের চাকরি পাওয়ার হার অনেকাংশে কমে যাবে ৷ চতুর্থতম শূন্য পদে ওবিসি-রা আবেদন জানানোর সুযোগ পাবে ৷ অপরদিকে, সপ্তম শূন্য পদে এসসি এবং ১৪ তম শূন্য পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন তারা ৷ এতে এসসি, এসটি এবং ওবিসিরা সেভাবে সুযোগ পাবেন না ৷ যার জেরে চাকরির আবেদনের সংখ্যা অনেকাংশে কমে যাবে ৷ যা সংবিধান বিরোধী হিসেবে দাবি করে চিঠি লিখলেন চাঁদ গেহলট ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Prakash Javadekar, Quota Rule, Thawar Chand Gehlot, UGC