UGC-র নতুন নির্দেশিকা ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে চিঠি প্রকাশ জাভড়েকরকে

Last Updated:

তফসিলি জাতি এবং উপজাতি চাকরিপ্রার্থী নিয়োগে এক নয়া নিয়ম জারি করে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন(UGC) ৷ বিশ্ববিদ্যালয়ের বদলে কোনও একটি বিভাগ কিংবা বিষয়কে একটি ইউনিট হিসেবে গ্রহণ করার দাবি জানায় ইউজিসি ৷

#নয়াদিল্লি: তফসিলি জাতি এবং উপজাতি চাকরিপ্রার্থী নিয়োগে এক নয়া নিয়ম জারি করে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন(UGC) ৷ বিশ্ববিদ্যালয়ের বদলে কোনও একটি বিভাগ কিংবা বিষয়কে একটি ইউনিট হিসেবে গ্রহণ করার দাবি জানায় ইউজিসি ৷ কিন্তু সেই নিয়ম জারি হলে এসসি, এসটি এবং ওবিসি চাকরিপ্রার্থী নিয়োগের সংখ্যা অনেকাংশে কমে যাবে ৷ যা একেবারেই সংবিধান বিরোধী বলে দাবি করে মানব উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে চিঠি লিখলেন সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্ট মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট ৷
গেহলট জানিয়েছেন, এই নয়া নিয়মে প্রফেসর এবং অ্যাসিসটেন্ট প্রফেসর হিসেবে এসসি, এসটি এবং ওবিসিদের চাকরি পাওয়ার হার অনেকাংশে কমে যাবে ৷ চতুর্থতম শূন্য পদে ওবিসি-রা আবেদন জানানোর সুযোগ পাবে ৷ অপরদিকে, সপ্তম শূন্য পদে এসসি এবং ১৪ তম শূন্য পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন তারা ৷ এতে এসসি, এসটি এবং ওবিসিরা সেভাবে সুযোগ পাবেন না ৷ যার জেরে চাকরির আবেদনের সংখ্যা অনেকাংশে কমে যাবে ৷ যা সংবিধান বিরোধী হিসেবে দাবি করে চিঠি লিখলেন চাঁদ গেহলট ৷
বাংলা খবর/ খবর/দেশ/
UGC-র নতুন নির্দেশিকা ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে চিঠি প্রকাশ জাভড়েকরকে
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement