#সুইৎজারল্যান্ড : ফিফার সদর দফতর যে দেশে সেই সুইৎজারল্যান্ড বিশ্বকাপের শেষ ১৬ -থেকেই বিদায় নিয়েছে ৷ রজার ফেডেরার কিন্তু আদপেই প্রসন্ন নন দেশের ফুটবল দলের পারফরম্যান্সে ৷
শান্ত স্বভাবের ফেডেরার রীতিমতো বিরক্ত হয়ে জানিয়েছেন ‘‘কুড়ে’-দের এটাই হওয়া উচিত ৷ অথচ গোল স্কোরিংয়ের নিরিখে সুইৎজারল্যান্ড এখনও অবধি ষষ্ঠ সেরা দল ৷
আরও পড়ুন - উরুগুয়ে বনাম ফ্রান্স লড়াইয়ের আগে একনজরে দেখে নিন পরিসংখ্যানের বিচার
সুইডেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে সুইৎজারল্যান্ডের ৷ মাঠের মধ্যে একটি দল হিসেবে যথেষ্ট একাত্মতার অভাবেই হৃদয় ভেঙেছে ফেডেরার সহ দেশের ৮০ লক্ষ দেশবাসীর ৷ এমনটাই মত সুইস মাস্টারের ৷
তিনি আরও জানিয়েছেন,
‘‘ আমি খুব হতাশ, দলের কাছ থেকে আমি আরও বেশি চেয়েছিলাম ৷ নকআউটে এমনটাই মনে ভাবা উচিত প্রতিটা ম্যাচই ফাইনাল ম্যাচ ৷ এটা একসঙ্গে ১১- হওয়া উচিত ৷ এটা কখনই ৩ জন ও ৮ জন নয় ৷ এটা সব সময়ে সকলে একসঙ্গে একই জিনিস করা ৷ ’’
গত ১৫ বছরে ২০ টি গ্র্যান্ডস্ল্যাম ঝোলায় পোরা ফেডেরার সর্বকালীন সেরা টেনিসপ্লেয়ারদের মধ্যে অন্যতম ৷ কিন্তু দলের এহেন পারফরম্যান্সে বেশ ক্ষুন্ন ফেডেক্স ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।