আর্থিক তছরূপ মামলায় ইডি-র মুখোমুখি রবার্ট বঢ়রা, সঙ্গ দিলেন প্রিয়াঙ্কা

Last Updated:
#নয়াদিল্লি: আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত রবার্ট বঢ়রা ৷ সেই মামলাতেই আজ অর্থাৎ বুধবার বিকেলে ইডি-র দফতরে পৌঁছলেন রাহুল গান্ধির শ্যালক এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট ৷ স্ত্রী প্রিয়াঙ্কাকে সঙ্গে করেই ইডি দফতরে এলেন রবার্ট ৷
লন্ডনে ১.৯ পাউন্ড মিলিয়ন টাকা খরচ করে একটি সম্পত্তি কেনা নিয়েই সমস্যার সূত্রপাত ৷ ইডি আধিকারিকরা আদালতকে জানিয়েছেন, লন্ডনে দু’টি বাড়ি রয়েছে তাঁর ৷ যে ফ্ল্যাটগুলির দাম প্রায়  চার থেকে পাঁচ মিলিয়ন ৷ এছাড়াও রবার্টের নামে রয়েছে আরও ছ’টি ফ্ল্যাট ৷ এছাড়াও আরও একাধিক সম্পত্তি রয়েছে রবার্টের নামে ৷ সেই নিয়েই ইডির প্রশ্নের মুখোমুখি হতে চলেছেন রবার্ট ৷
advertisement
সূত্রের খবর, ৪০টিরও বেশি প্রশ্ন রাখা হবে রবার্টের সামনে ৷ প্রতিটি প্রশ্নের লিখিত জবাব দিতে হবে রবার্টকে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জয়েন্ট ডিরেক্টরও কিছুক্ষণের জন্য রবার্টকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গিয়েছে ৷ ইডির জামনগর অফিসে পৌঁছেছেন রবার্ট বঢ়রা-র উকিল তুলসী ৷
advertisement
প্রসঙ্গত, দিল্লি আদালতে আগাম জামিনের আবেদন করেছেন রবার্ট বঢ়রা ৷ সেই আবেদনের ভিত্তিতে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রবার্টের জামিন মঞ্জুর করেছে আদালত ৷ পাশাপাশি, তদন্তকারীদের তদন্তে সবরকম সাহায্যের নির্দেশ রবার্টকে দিয়েছে আদালত ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আর্থিক তছরূপ মামলায় ইডি-র মুখোমুখি রবার্ট বঢ়রা, সঙ্গ দিলেন প্রিয়াঙ্কা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement