Road Accident: দীপাবলির দিন হাইওয়েতে চলন্ত গাড়িতে আগুন! ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন চালক

Last Updated:

Road Accident: আগুন লাগা অবস্থাতেই হাইওয়েতে বেশ কিছুটা ছোটে গাড়িটি৷ এরপর সেটি রাস্তায় ধারে এক জায়গায় আটকে যায়৷ ড্রাইভার সময় মতো লাফ দিয়ে না নামলে বড় অঘটন ঘটতে পারত৷

দীপাবলির দিন হাইওয়েতে চলন্ত গাড়িতে আগুন! ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন চালক
দীপাবলির দিন হাইওয়েতে চলন্ত গাড়িতে আগুন! ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন চালক
সোনিপত: হরিয়ানার সোনিপাতের সেক্টর-১৭-এ চাঞ্চল্যকর ঘটনা৷ ওম্যাক্স সিটিতে হঠাৎ একটি চলন্ত গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়৷ মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে চারপাশে। গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচান চালক।
এর কিছুক্ষণের মধ্যে গাড়িটি আগুনের গোলায় পরিণত হয়। আগুন লাগা অবস্থাতেই হাইওয়েতে বেশ কিছুটা ছোটে গাড়িটি৷ এরপর সেটি রাস্তায় ধারে এক জায়গায় আটকে যায়৷ গাড়িতে আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়৷ তাদের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এলেও গাড়িটি রক্ষা করা যায়নি৷ সেটি ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
advertisement
advertisement
ঠিক কী হয়েছিল ঘটনাটি? জানা গিয়েছে, এই গাড়িটি সোনিপাতের গড় শাহজাহানপুর গ্রামের বাসিন্দা এক ব্যক্তির। তিনি কোনও জরুরি কাজে গ্রাম থেকে শহরে আসার সময় হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে। চালক কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে আগুন ধরে যায়৷ উপায় না থাকায়, গাড়ির চালক প্রাণ বাঁচাতে চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ দেন। কিছুক্ষণের মধ্যেই আগুন গাড়িটিকে গ্রাস করে ফেলে।
advertisement
এরপর লোকজন ফায়ার সার্ভিসকে আগুন লাগার খবরটি দেয়৷ কিন্তু যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। ভাগ্য ভালো যে ঘটনায় কারও প্রাণহানি হয়নি।
প্রত্যক্ষদর্শী কুনাল জানিয়েছেন, শাহজাদপুরের বাসিন্দা কোনও কাজে সোনিপাতের দিকে যাচ্ছিলেন। অজ্ঞাত কারণে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। সৌভাগ্য যে এতে কোনও প্রাণহানি হয়নি। চালক গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন বাঁচিয়েছিলেন এবং দিওয়ালিতে একটি বড় দুর্ঘটনা এড়ান।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Road Accident: দীপাবলির দিন হাইওয়েতে চলন্ত গাড়িতে আগুন! ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন চালক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement