Bihar Elections 2020: কয়েক ঘণ্টায় বদলে যাবে ছবি, ক্ষমতায় আসবে মহাজোট! দাবি আরজেডি সাংসদের

Last Updated:

নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, বিহারের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে মঙ্গলবার গভীর রাত হয়ে যেতে পারে৷

#পটনা: ভোট গণনার ট্রেন্ড বলছে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে এনডিএ৷ একক ভাবে সর্ববৃহৎ দল হওয়ার পথে বিজেপি৷ কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ আরজেডি শিবির৷ অন্তত এমনই দাবি করছেন আরজেডি-র সাংসদ মনোজ ঝা৷ তাঁর দাবি, কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটা বদলে যাবে৷ বিহারে সরকার গড়বে মহাজোটই৷
নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, বিহারের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে মঙ্গলবার গভীর রাত হয়ে যেতে পারে৷ আপাতত নির্বাচন কমিশনের এই ঘোষণাই আরজেডি শিবিরের ভরসার কারণ৷ মনোজ ঝা-র দাবি, করোনা বিধি মেনে ভোট গণনা হওয়ায় ফল জানতে দেরি হচ্ছে৷ বাস্তবে তাঁরাও ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছেন বলে দাবি করেছেন আরজেডি সাংসদ৷
এ দিন ভোট গণনা শুরু হওয়ার পর প্রথমে এনডিএ-কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল মহাজোট৷ এর পর দ্রুত এগোতে থাকে এনডিএ৷ মহাজোটকে পিছনে ফেলে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে তারা৷ মনোজ ঝা অবশ্য বলেছেন, 'শুধু আমরাই নই, গোটা বিহার আত্মবিশ্বাসী যে মহাজোটই ক্ষমতায় আসছে৷'
advertisement
advertisement
নির্বাচন কমিশনের তরফে জানা হয়েছে, বেলা একটা পর্যন্ত ২৫ শতাংশ মতো ভোট গণনা হয়েছে৷ ফলে ভোট গণনা যত এগোবে, ফের ফলাফল নিজেদের অমুকূলে আসবে বলেই এখনও আশাবাদী আরজেডি নেতারা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Elections 2020: কয়েক ঘণ্টায় বদলে যাবে ছবি, ক্ষমতায় আসবে মহাজোট! দাবি আরজেডি সাংসদের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement