Bihar Elections 2020: কয়েক ঘণ্টায় বদলে যাবে ছবি, ক্ষমতায় আসবে মহাজোট! দাবি আরজেডি সাংসদের

Last Updated:

নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, বিহারের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে মঙ্গলবার গভীর রাত হয়ে যেতে পারে৷

#পটনা: ভোট গণনার ট্রেন্ড বলছে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে এনডিএ৷ একক ভাবে সর্ববৃহৎ দল হওয়ার পথে বিজেপি৷ কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ আরজেডি শিবির৷ অন্তত এমনই দাবি করছেন আরজেডি-র সাংসদ মনোজ ঝা৷ তাঁর দাবি, কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটা বদলে যাবে৷ বিহারে সরকার গড়বে মহাজোটই৷
নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, বিহারের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে মঙ্গলবার গভীর রাত হয়ে যেতে পারে৷ আপাতত নির্বাচন কমিশনের এই ঘোষণাই আরজেডি শিবিরের ভরসার কারণ৷ মনোজ ঝা-র দাবি, করোনা বিধি মেনে ভোট গণনা হওয়ায় ফল জানতে দেরি হচ্ছে৷ বাস্তবে তাঁরাও ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছেন বলে দাবি করেছেন আরজেডি সাংসদ৷
এ দিন ভোট গণনা শুরু হওয়ার পর প্রথমে এনডিএ-কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল মহাজোট৷ এর পর দ্রুত এগোতে থাকে এনডিএ৷ মহাজোটকে পিছনে ফেলে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে তারা৷ মনোজ ঝা অবশ্য বলেছেন, 'শুধু আমরাই নই, গোটা বিহার আত্মবিশ্বাসী যে মহাজোটই ক্ষমতায় আসছে৷'
advertisement
advertisement
নির্বাচন কমিশনের তরফে জানা হয়েছে, বেলা একটা পর্যন্ত ২৫ শতাংশ মতো ভোট গণনা হয়েছে৷ ফলে ভোট গণনা যত এগোবে, ফের ফলাফল নিজেদের অমুকূলে আসবে বলেই এখনও আশাবাদী আরজেডি নেতারা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Elections 2020: কয়েক ঘণ্টায় বদলে যাবে ছবি, ক্ষমতায় আসবে মহাজোট! দাবি আরজেডি সাংসদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement