মেয়েদের ছেঁড়া জিন্স পরা নিয়ে কটাক্ষ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যে ঝড়
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
রাওয়াত কটাক্ষ করেন, ‘‘কাঁচি সংস্কৃতি এটা।’’ মহিলাদের ছেঁড়া জিন্স পরা নিয়ে অশালীন মন্তব্য করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ।
#দেরাদুন: মহিলাদের ছেঁড়া জিন্স পরা নিয়ে এ বার নীতি পুলিশের ভূমিকায় অবতীর্ণ হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত । যা নিয়ে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় । ট্যুইটারে নতুন ট্রেন্ড #RippedJeans । সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, সকলেই মুখ খুলেছেন এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে ।
সম্প্রতি বিমানে জয়পুর থেকে ফিরছিলেন তিনি । সেখানে দুই সন্তানের মা, এক মহিলার সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাপ হয় । ওই মহিলা একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান । সে দিন ওই মহিলা একটি রিপড জিন্স পরেছিলেন । এরপরেই দেরাদুনে স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর তরফে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিরখ সিং রাওয়াত । সেখানেই নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ছেঁড়া-ফাটা জিন্স পরা মহিলারা আমাদের সমাজ এবং নতুন প্রজন্মকে সংস্কৃতির পাঠ দিতে পারেন না । এই ধরনের মহিলারা যদি সমাজে অন্য মানুষদের সমস্যা সমাধান করতে যান তা হলে সমাজের কাছে তাঁরা কী বার্তা দিচ্ছেন? রাওয়াত কটাক্ষ করেন, ‘‘কাঁচি সংস্কৃতি এটা। ফাটা ডেনিম পরে খোলা হাঁটু দেখানো, বড়লোকের বাচ্চাদের মতো বেশভূষা, এ সব মূল্যবোধই এখন শেখানো হচ্ছে। এটা কি ভাল?’’
advertisement
Oh my God!!! Their knees are showing #RippedJeansTwitter pic.twitter.com/wWqDuccZkq
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 18, 2021
advertisement
Wearing “#rippedjeans” destroys our culture, it seems. It leads to substance abuse. And a societal breakdown. Women should strictly avoid this sacrilege against our pristine customs, says Uttarakhand CM. Dear BJP, this is your CM Tirath Singh Rawat: Do you endorse this? pic.twitter.com/9pGQdkxZKp
— Sanjay Jha (@JhaSanjay) March 17, 2021
advertisement
রাওয়াতের এই মন্তব্যের পর থেকেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া । নেটিজেনরা একের পর এক নিজেদের ছবি পোস্ট করে চলেছেন ছেঁড়া জিন্স পরে । জয়া বচ্চন থেকে প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া মুখ খুলেছেন সকলেই । প্রিয়াঙ্কা একটি আরএসএস-এর একটি পুরনো ছবি ট্যুইট করেছেন, সেখানে নিতিন গডকড়ী থেকে নরেন্দ্র মোদি, সকলকেই দেখা যাচ্ছে খাঁকি রঙের হাফ প্যান্ট পরে । প্রিয়াঙ্কা লিখেছে, ‘‘হায় ভগবান! ওঁদের হাঁটু দেখা যাচ্ছে ।’’
advertisement
* Takes out ripped jeans.*
— Gul Panag (@GulPanag) March 17, 2021
Ripped Jeans aur Kitab. The country’s ‘sanskriti’ & ‘sanskaar’ are impacted by men who sit and judge women and their choices. Soch badlo Mukhyamantri Rawat ji, tabhi desh badlega. #RippedJeansTwitter pic.twitter.com/qYXcN88fY6
— Priyanka Chaturvedi (@priyankac19) March 18, 2021
advertisement

কংগ্রেস নেতা সঞ্জয় ঝাঁ লিখেছেন, ‘‘ছেঁড়া জিন্স পরে রয়েছি ।’’ অভিনেত্রী গুল পানাং নিজের সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন । যাতে তিনি ছেঁড়া জিন্স পরে রয়েছে । অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা ছেঁড়া জিন্স পরা ছবি পোস্ট করে লেখেন, ‘‘আমি ছেঁড়া জিন্স পরি । ধন্যবাদ । আমি গর্বের সঙ্গে এ গুলো পরি ।’’ রাজ্য সভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদি লিখেছেন, ‘‘দেশের সংস্কৃতি আর সংস্কার পুরুষরা তৈরি করেছে, মেয়েদের ও তাঁদের পছন্দকে বিচার করার জন্য ।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2021 9:13 AM IST